ছবি: সংগৃহীত
ভারতে এবার নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রোববার (২৬ জানুয়ারি) রাতে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম দ্য হিন্দু পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিজেপি নেতা অমিত শাহ দিল্লী বিধানসভা নির্বাচনের প্রচারণায় রবিবার নরেলায় একটি জনসভা অনুষ্ঠিত করেন। এই সভায় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন।
শাহ বলেন, "৫ ফেব্রুয়ারি নির্বাচন হবে। নরেলার মানুষ ভোট দেবেন। ভোট গণনা ৮ ফেব্রুয়ারি হবে। এবং ৮ ফেব্রুয়ারি দিল্লী 'আপদা' থেকে মুক্ত হবে। কেজরিওয়ালের ভুল শাসন শেষ হবে।"
তিনি অভিযোগ করেন, কেজরিওয়ালের শাসনে দিল্লী আরো খারাপ অবস্থায় পৌঁছেছে। দিল্লী এখন কাদা জল এবং জলাবদ্ধতার সমস্যায় জর্জরিত।
"১০ বছরে দেশের অনেক রাজ্য যেখানে 'ডাবল ইঞ্জিন' সরকার গঠন হয়েছে, সেখানে উন্নতির শিখরে পৌঁছেছে, কিন্তু দিল্লী এখন জলাবদ্ধতা, নোংরা জল এবং ময়লা নিয়ে সংগ্রাম করছে," তিনি বলেন।
শাহ আরো দাবি করেন যে, বিজেপি দিল্লীকে বিশ্বের সেরা রাজধানী বানাবে এবং পরবর্তী নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে তারা অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের ২ বছরের মধ্যে এই শহর থেকে মুক্ত করবে।
"আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি বিজেপিকে জয়ী করুন, এবং দুই বছরের মধ্যে আমরা দিল্লীকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গা মুক্ত করবো," তিনি দাবি করেন।
শাহ, এএপি দলকে একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেন, যার মধ্যে রয়েছে মদ নীতির কেলেঙ্কারি, দিল্লী জল বোর্ড, রেশন বিতরণ, ডিটিসি বাস কেনা এবং স্কুলের শ্রেণীকক্ষ নির্মাণ।
"প্রাক্তন শিক্ষামন্ত্রী (মানিশ সিসোদিয়া) স্কুল, মন্দির এবং গুরুদ্বারার কাছে মদ দোকান খুলে যুবসমাজকে নষ্ট করার চেষ্টা করেছিলেন, পাশাপাশি কয়েক কোটি রুপি দুর্নীতিতে জড়িত ছিলেন। কিন্তু শেষে 'বড় মিয়া' (কেজরিওয়াল) এবং 'ছোট মিয়া' (সিসোদিয়া) জেলে গেলেন," শাহ মন্তব্য করেন।
সূত্র: দ্য হিন্দু
নাহিদা