ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

মিশিগানে বিএনপির দোয়া মাহফিল

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:৪১, ২৭ জানুয়ারি ২০২৫

মিশিগানে বিএনপির দোয়া মাহফিল

মিশিগান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালন ও খালেদা জিয়ার আশু রোগমূর্তি কামনায় বিএনপি'র আলোচনা সভা -দোয়া মাহফিল।

অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে পালিত হলো সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। সেই সাথে  বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে এক স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সংশ্লিস্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ আল ইহসান ইসলামিক সেন্টারে স্মৃতিময় আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি মিশিগান রাজ্য শাখা যুক্তরাষ্ট্র। 

সংশ্লিষ্ট শাখার সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সেলিম আহমেদের সন্চালনায় অনুষ্ঠিত এ সভায় অনেকেই বক্তব্য রাখেন।এসময় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে ভূড়ি ভুড়িভোজে অংশ নেন সকলে।

আফরোজা

×