ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

আমার শরীরে ভারতীয় ডিএনএ আছে,ভারতের গান শুনলেই নাচি: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

প্রকাশিত: ১০:৫২, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:৫২, ২৭ জানুয়ারি ২০২৫

আমার শরীরে ভারতীয় ডিএনএ আছে,ভারতের গান শুনলেই নাচি: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত

ভারতের ভূয়সী প্রশংসা করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি বলেছেন, "আমার শরীরে ভারতীয় ডিএনএ আছে।" সোমবার (২৭ জানুয়ারি) এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার দিল্লিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এর একদিন আগে, শনিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে তার সম্মানে এক ভোজসভা আয়োজন করেছিলেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। সেখানেই তিনি এই মন্তব্য করেন।

ভোজসভায় সুবিয়ান্তো বলেন, "কয়েক সপ্তাহ আগে আমি জেনেটিক সিকোয়েন্সিং টেস্ট এবং ডিএনএ টেস্ট করিয়েছিলাম। তারা আমাকে বলেছিল, আমার (শরীরে) ভারতীয় ডিএনএ আছে।" তিনি আরও বলেন, "সবাই জানে, যখন আমি ভারতীয় গান শুনি, আমি নাচতে শুরু করি।"

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আরও জানান, "ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘকালীন এবং প্রাচীন সম্পর্ক রয়েছে। আমাদের দুটি দেশের সভ্যতার মধ্যেও গভীর যোগসূত্র রয়েছে। এমনকি আমাদের ভাষার অনেক গুরুত্বপূর্ণ অংশের উৎস হচ্ছে সংস্কৃত। ইন্দোনেশিয়ার অনেক স্থানীয় নামই আসলে সংস্কৃতের প্রভাবিত, এবং আমাদের দৈনন্দিন জীবনে ভারতীয় সভ্যতার প্রভাব অত্যন্ত প্রবল। আমি মনে করি এটি আমাদের জেনেটিক্সের একটি অংশ।"

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্ক ছাড়াও, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, সমুদ্রপথে নিরাপত্তা বিষয়ক সমন্বয় বৃদ্ধির জন্য ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে একমত হওয়ার কথা বলা হয়েছে।

নুসরাত

×