ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ভারতের কর্ণাটকে

৬ কোটি টাকা মুক্তিপণের দাবিতে চিকিৎসককে অপহরণ

প্রকাশিত: ১০:০৬, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:১০, ২৭ জানুয়ারি ২০২৫

৬ কোটি টাকা মুক্তিপণের দাবিতে চিকিৎসককে অপহরণ

প্রতীকী ছবি।

ভারতের কর্ণাটকের বাল্লারি জেলার একটি সরকারি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুনীলকে শনিবার (২৫ জানুয়ারি) অপহরণ করা হয় এবং তার ভাইয়ের কাছে ৬ কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়। তবে কয়েক ঘণ্টা পর অপহরণকারীরা তাকে ৩০০ রুপি দিয়ে ছেড়ে দেয়, যাতে তিনি বাসে করে বাড়ি ফিরতে পারেন।

পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী ডা. সুনীল সকাল ৬টার দিকে সুর্যনারায়ণপেটের শনেশ্বর মন্দিরের কাছে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় একটি টাটা ইন্ডিগো গাড়িতে থাকা একদল ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এই ঘটনার সম্পূর্ণ চিত্র সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

ডা. সুনীলের ভাই ভেনুগোপাল গুপ্ত, যিনি বাল্লারি জেলার মদ বিক্রেতা সমিতির সভাপতি, অপহরণকারীদের কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ কল পান। সেখানে তাকে ৬ কোটি রুপি মুক্তিপণ দিতে বলা হয়, যার অর্ধেক সোনা দিয়ে পরিশোধ করতে হবে।

গুপ্ত সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত অনুসন্ধান শুরু করে এবং জেলার প্রধান বের হওয়ার পথগুলো বন্ধ করে দেয়। কিন্তু রাত ৮টার দিকে অপহরণকারীরা ডা. সুনীলকে একটি দূরবর্তী স্থানে ছেড়ে দেয় এবং তার হাতে ৩০০ রুপি দিয়ে বলে, বাসে করে বাড়ি ফিরে যেতে।

পুলিশ জানিয়েছে, “ডা. সুনীল শক অবস্থায় ছিলেন। আমরা অপহরণকারীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে তার কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। যেহেতু তার ভাই মদের ব্যবসার সঙ্গে জড়িত, তাই আমরা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও খতিয়ে দেখছি।”

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সায়মা ইসলাম

×