ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

কেপটাউন

৬,০০০ কিলোমিটার রিকশা যাত্রার সমাপ্তি জাপানি যুবকের

প্রকাশিত: ০৫:২৭, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৫:৩০, ২৭ জানুয়ারি ২০২৫

৬,০০০ কিলোমিটার রিকশা যাত্রার সমাপ্তি জাপানি যুবকের

ছবি : সংগৃহীত

৩৪ বছর বয়সী জাপানি যুবক ইউজি গাম্প সুজুকি রবিবার কেপটাউনে পৌঁছে তার ৬,০০০ কিলোমিটার দীর্ঘ রিকশা যাত্রার সমাপ্তি ঘোষণা করেন। তিনি জুলাই মাসে কেনিয়ার নাইরোবি থেকে যাত্রা শুরু করেন এবং তানজানিয়া, জাম্বিয়া, বোতসওয়ানা ও নামিবিয়া পেরিয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান।

সুজুকি তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, "তোমাদের ছাড়া এটা সম্ভব হতো না। আমি মজা করার জন্য দৌড়াই। আমি ইতোমধ্যে নয় বছর ধরে ভ্রমণ করছি। তোমাদের থেকে শক্তি পাই এবং তোমাদের শক্তি দেই। এটাই আমার জীবন।"

সুজুকি এর আগে চীন থেকে ভারত (২০১৬-২০১৭), ইউরোপে ২,৫০০ কিলোমিটার (২০১৭) এবং যুক্তরাষ্ট্র জুড়ে ৫,১০০ কিলোমিটার (২০২২-২০২৩) রিকশা টেনে ভ্রমণ করেছেন বলে তার ওয়েবসাইটে উল্লেখ করেছেন।

তার রিকশাটির ওজন ১০০ কিলোগ্রামের বেশি। ভ্রমণের সময় তিনি জাপানের ঐতিহ্যবাহী টাবি মোজার সংস্করণ পরেন এবং তার যাত্রার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

 

সূত্র: এএফপি

মো. মহিউদ্দিন

×