ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তারা নিয়ন্ত্রণহীন

প্রকাশিত: ০৩:৩৯, ২৭ জানুয়ারি ২০২৫

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তারা নিয়ন্ত্রণহীন

ছবি : রয়টার্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তারা "নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন।" তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত টুলসি গ্যাবার্ডকে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে সঠিক পছন্দ বলে অভিহিত করেছেন।

ভ্যান্স সিবিএস-এর "ফেস দ্য নেশন" অনুষ্ঠানে রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তারা পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন। তারা আমাদের রাজনৈতিক এবং বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।" তিনি আরও বলেন, "আমাদের এমন গোয়েন্দা সংস্থা দরকার যারা আমাদের নিরাপদ রাখবে, এবং এর অংশ হিসেবে সেসব সংস্থার ওপর জনগণের আস্থা পুনঃস্থাপন করতে হবে। টুলসি এই কাজটি করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।"

গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে মনোনীত করার ঘোষণা গত নভেম্বর মাসে নিরাপত্তা মহলে আলোড়ন সৃষ্টি করে। এতে আশঙ্কা তৈরি হয় যে গোয়েন্দা সংস্থাগুলো আরও বেশি রাজনৈতিকীকরণ হতে পারে।

সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান গ্যাবার্ডের গোয়েন্দা বিষয়ে উল্লেখযোগ্য অভিজ্ঞতা নেই এবং অতীতে তিনি ট্রাম্পের সমালোচক ছিলেন। তবে তার সমর্থকরা বলছেন, তিনি মার্কিন সামরিক বাহিনীর বিদেশি সম্পৃক্ততার ব্যাপারে একটি সুস্থ সন্দেহের দৃষ্টিভঙ্গি ধারণ করেন, যা ট্রাম্পের "আমেরিকা ফার্স্ট" নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গ্যাবার্ডের বিরুদ্ধে কনজারভেটিভ মহল থেকেও আসা সমালোচনা সম্পর্কে ভ্যান্স বলেন, তিনি নিশ্চিত গ্যাবার্ড মার্কিন সিনেটের অনুমোদন পাবেন। সিনেট ইন্টেলিজেন্স কমিটি তার মনোনয়ন নিয়ে ৩০ জানুয়ারি শুনানি করবে।

ভ্যান্স বলেন, "টুলসিকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। প্রথমত, তিনি প্রায় দুই দশক ধরে উচ্চ স্তরের শ্রেণিবিভাগের সাথে যুক্ত একজন সামরিক কর্মী। দ্বিতীয়ত, তার চরিত্র ও সেবার রেকর্ড অত্যন্ত প্রশংসনীয়। তিনি এমন একজন, যিনি গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।"

 

সূত্র: রয়টার্স

মো. মহিউদ্দিন

×