ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ বিল গেটস তার ডিভোর্স নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন। তিনি মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে তার বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেন এবং এটিকে "সবচেয়ে বড় ভুল যা আমি সবচেয়ে বেশি অনুশোচনা করি" বলে উল্লেখ করেন।
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান। বিল গেটস ও মেলিন্ডা ১৯৯৪ সালের নববর্ষে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ ২৭ বছর একসঙ্গে কাটানোর পর ২০২১ সালের মে মাসে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। একই বছরের আগস্ট মাসে তাদের ডিভোর্স চূড়ান্ত হয়। দম্পতি তিন সন্তান—জেনিফার, ররি ও ফোবি—কে একসঙ্গে বড় করেছেন।
গেটস তার দাম্পত্য সম্পর্কের স্মৃতি ও অভিজ্ঞতা স্মরণ করে বলেন, "একজন মানুষের সঙ্গে সারাজীবন কাটানোর বিশেষ এক আনন্দ আছে। আমাদের একসঙ্গে অনেক স্মৃতি, অভিজ্ঞতা আছে।" তবে তার বিবাহিত জীবন সেই পথে এগোয়নি, যা নিয়ে তিনি গভীরভাবে অনুশোচনা করেন।
বিচ্ছেদের ফলে বিল ও মেলিন্ডার যৌথভাবে পরিচালিত 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন'-এও পরিবর্তন আসে। মেলিন্ডা ফাউন্ডেশন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, যা বিল গেটসের জন্য হতাশার কারণ হয়েছিল। ২০২৪ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে 'দ্য গেটস ফাউন্ডেশন' রাখা হয়।
বিচ্ছেদের কারণ সম্পর্কে কথা বলতে গিয়ে গেটস স্বীকার করেন যে, তিনি তার পরিবারকে কষ্ট দিয়েছেন।
অন্যদিকে, মেলিন্ডা ২০২২ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, গেটসের বিতর্কিত ব্যক্তি জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে "জঘন্য" ও "নিন্দনীয়" বলে অভিহিত করেন।
বিল গেটস এখন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান এবং ইতিবাচক মানসিকতা রেখেছেন। তিনি বলেন, "আমি এখন আনন্দিত।" বিচ্ছেদের কষ্ট সত্ত্বেও তিনি নতুনভাবে জীবনে স্থিতি খুঁজে পেয়েছেন।
সূত্রঃ এবিপি নিউজ
শিলা ইসলাম