ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

বিশ্বের সেরা দশ ধনীর শিক্ষাগত যোগ্যতা

প্রকাশিত: ২২:৫৮, ২৬ জানুয়ারি ২০২৫

বিশ্বের সেরা দশ ধনীর শিক্ষাগত যোগ্যতা

ছবিঃ সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা শুধুমাত্র তাঁদের ব্যবসা এবং উদ্যোগের জন্যই পরিচিত নন, তাঁদের শিক্ষাগত যোগ্যতাও চমকপ্রদ। জেনে নিন বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা।

১. ইলন মাস্ক:
ইলন মাস্ক ব্যবসা ও পদার্থবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে ভর্তি হন, তবে তা শেষ করেননি।

২. জেফ বেজোস:
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

৩. মার্ক জাকারবার্গ:
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও ফেসবুক তৈরির জন্য স্নাতক ডিগ্রি সম্পন্ন করেননি।

৪. ল্যারি এলিসন:
ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ইউনিভার্সিটি অফ শিকাগো এবং ইউনিভার্সিটি অফ ইলিনয়সে পড়াশোনা করলেও ডিগ্রি অর্জন করেননি।

৫. বার্নার্ড আর্নল্ট:
লুই ভুইটন-মোয়েট হেনেসির (LVMH) কর্ণধার বার্নার্ড আর্নল্ট প্যারিসের ইকোল পলিটেকনিক থেকে আর্টস এবং সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

৬. ল্যারি পেজ:
গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

৭. সের্গেই ব্রিন:
গুগলের আরেক সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড থেকে গণিত এবং কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি অর্জন করেন।

৮. ওয়ারেন বাফেট:
বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা থেকে ব্যবসায়িক বিষয়ে স্নাতক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

৯. স্টিভ বালমার:
মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বালমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োগ গণিত এবং অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ ডিগ্রির জন্য ভর্তি হন।

১০. জেনসেন হুয়াং:
এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং ওরেগন স্টেট ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা দেখলে বোঝা যায় যে তাঁদের সাফল্যের পেছনে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে, কেউ কেউ আবার তাঁদের স্বপ্ন পূরণে পড়াশোনার মাঝপথেই থেমে গেছেন। এই বৈচিত্র্যময় শিক্ষাগত যাত্রাই তাঁদের অনুপ্রেরণা এবং উদ্ভাবনী শক্তির ভিত্তি।

 

সূত্রঃ NDTV

রিফাত

×