ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মোদি!

প্রকাশিত: ২২:৩৭, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩৯, ২৬ জানুয়ারি ২০২৫

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মোদি!

ভারত মোদি সরকারের জন্য আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন এক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। রাশিয়ার তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা ভারতীয় বাজারে সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলতে শুরু করেছে।

গত বছর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে শীর্ষে উঠে আসে, কিন্তু এই নতুন নিষেধাজ্ঞা ভারতের তেলের সরবরাহে মারাত্মক বাধার সৃষ্টি করতে পারে।

২০২২-২৩ অর্থবছরে ভারত রাশিয়া থেকে ২৫ বিলিয়ন ডলারের তেল আমদানি করেছে। রাশিয়ার তেলের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক কম হওয়ায় ভারত বড় ধরনের সাশ্রয় করেছে। তবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যা ভারতের তেলের সরবরাহে বাধার সৃষ্টি করতে পারে।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার বড় তেল কোম্পানি গ্যাজপ্রম, স্যারগুত নেফতে গ্যাজ এবং তেলবাহী জাহাজসহ সংশ্লিষ্ট পরিষেবাগুলি।

নিষেধাজ্ঞার ফলে ভারত বর্তমানে যে সস্তা রুশ তেল পাচ্ছিল, তার সরবরাহে মারাত্মক বাধা আসতে পারে, এবং এর ফলে ভারতের জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।

সূত্র: https://www.youtube.com/watch?v=mE09sQZTMFg

আশিক

×