ছবি: সংগৃহীত
গেল কয়েক বছর ধরে অভিবাসন আইনে পরিবর্তন আনছে ফ্রান্স। এরই ধারাবাহিকতায় এবার কাগজবিহীন অভিবাসীদের বৈধতা দেওয়ার নিয়ম কঠিন করল দেশটি।
অনথিভুক্তদের নিয়মিত করার শর্ত আরোপ করে গেল বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করেন ফরাসি সরকার।
নিয়মিতকরণের জন্য ফ্রান্সের পাঁচ থেকে সাত বছর বসবাসের শর্ত আরোপ ছিল, এছাড়া ক্ষেত্র বিশেষে তিন বা পাঁচ বছর বসবাস করলে আবেদন করা যেত।
তবে এখন আবেদনকারীদের ফরাসি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে। এছাড়া ফরাসি আইনি জটিলতা থাকা কোন ব্যক্তিকে বৈধতা দেওয়া হবে না বলে জানান ফরাসি সরকার।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন নতুন জারি করা সার্কুলারে বাংলাদেশিদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে।
শিলা ইসলাম