ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ট্রাম্পকে ভয় দেখানো শুরু করলেন কিম !

প্রকাশিত: ১৭:৩৫, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৪৫, ২৬ জানুয়ারি ২০২৫

ট্রাম্পকে ভয় দেখানো শুরু করলেন কিম !

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের সময়ে পেরিয়েছে মাত্র ৬ দিন এরিমধ্যে ট্রাম্পের একের পরে এক আদেশ যা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে যুক্তরাষ্ট্রকে নিয়ে পরিকল্পনায় নড়েচড়ে বসতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার নামও। 

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভাবিয়ে তুলেছে পিংইংকে। তাই নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর পরেই নিজেদের সক্ষমতার জানান দিতে উঠে পড়ে লেগেছে উত্তর কোরিয়ার সর্বোচ্ছ নেতা কিম জং উন। এরি ধারাবাহিকতায় রোববার এই বছরের ৩ বারের মতো সামরিক মহড়ার আয়োজন করে উত্তর কোরিয়া। এবারের সামরিক মহরায় ক্রুস ক্ষেপণাস্ত্রের পরিক্ষা চালায় উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, প্রথম শাসনামলে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নত হচ্ছিল। তিনি কিম জং-উনের সাথে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়ার দিকে লক্ষ করে বেশ কয়েকবার উস্কানিমূলক সামরিক কার্যক্রম চালানোর অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। 

লিংক:-https://youtu.be/6AMlRZtptFE?si=ecMQ9lpnOdsh7Sso

রাসেল

সম্পর্কিত বিষয়:

×