ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে শুরু হবে নতুন স্বর্ণযুগ অর্থনীতি!

প্রকাশিত: ১২:৪৭, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ১২:৪৮, ২৬ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে শুরু হবে নতুন স্বর্ণযুগ অর্থনীতি!

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য একটি নতুন "স্বর্ণযুগ" তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তাঁর বক্তৃতায় জানান, “আমেরিকার সোনালী যুগ আজ থেকেই শুরু হচ্ছে।” প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তাঁর নেতৃত্বে দেশটি শুধুমাত্র “ফলপ্রসূ হবে” না, বরং এটি “সম্মানিত”ও হবে। তিনি নিজেকে একজন “শান্তিপূর্ণ ও একতা সৃষ্টিকারী নেতা” হিসেবে উপস্থাপন করেছেন এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন দিগন্ত তৈরি করতে চান, যেখানে সকল নাগরিক একত্রিত হয়ে উন্নতির পথে এগিয়ে যাবে।


প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, বর্তমান সময়ে আমেরিকার অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কম বেকারত্ব লক্ষ্য করা যাচ্ছে, তবুও বেশ কিছু নাগরিক এখনও উচ্চ জীবনযাত্রার খরচ নিয়ে অসন্তুষ্ট। এই অবস্থা মোকাবেলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন।


বিশ্ব অর্থনৈতিক ফোরামে এক বক্তৃতায় ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা পুনরুদ্ধারের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, “আমার প্রশাসন এমন একটি গতিতে কাজ করছে যা আগে কখনো দেখা যায়নি। আমরা যেসব অর্থনৈতিক দুর্যোগ উত্তরাধিকার হিসেবে পেয়েছি, সেগুলোর সমাধান করতে এবং আমাদের দেশের সামনে আসা প্রতিটি সংকটের মোকাবেলা করতে কাজ করছি।”

প্রেসিডেন্ট ট্রাম্প আরও উল্লেখ করেন, “এটি শুরু হয় পূর্ববর্তী প্রশাসনের ভুল নীতির কারণে সৃষ্ট অর্থনৈতিক বিশৃঙ্খলা দূর করার মাধ্যমে।”
ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির দুর্বলতাগুলি মূলত পূর্ববর্তী সরকারের নীতির কারণে সৃষ্টি হয়েছে, এবং তাঁর সরকার সেই অর্থনৈতিক বিশৃঙ্খলা সমাধান করতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, "আমরা একত্রে কাজ করে একটি উন্নত এবং শক্তিশালী অর্থনীতি গঠন করব, যা বিশ্বে প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে থাকবে।"


তাঁর এই প্রতিশ্রুতি শুধু দেশটির অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে না, বরং এটি দেশের প্রতিটি নাগরিকের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রাম্পের বিশ্বাস, তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্র নতুন উচ্চতায় পৌঁছাবে, যেখানে দেশের সমস্ত মানুষ সুফল লাভ করবে।

সূত্র:https://tinyurl.com/47p466x2
সূত্র:https://tinyurl.com/2c6afhcv 

আফরোজা

×