মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
শ্যানন অ্যাটকিন্স নামে ৪৬ বছর বয়সী এক ব্যক্তিকে শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছেন। পুলিশ প্রধান টনি আরাউজো জানান, ১৯ জানুয়ারি, ট্রাম্পের শপথ গ্রহণের একদিন আগে, অ্যাটকিন্সের ফেসবুক পোস্টে সহিংস বক্তব্য ও হুমকির তথ্য আসে।
আরাউজো বলেন, অ্যাটকিন্সের পোস্টে সহিংস মন্তব্য, রাজনৈতিক মতামত এবং ট্রাম্পকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছে। গ্রেপ্তারের সময় তার পকেট থেকে তিনটি কোকেনের প্যাকেট পাওয়া যায়। এ বিষয়ে ইউএস সিক্রেট সার্ভিসকে জানানো হয়েছে।
অ্যাটকিন্সের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, হত্যা বা আঘাতের হুমকি এবং কোকেন রাখার অভিযোগ আনা হয়েছে। এটি দ্বিতীয়-ডিগ্রি অপরাধ হিসেবে বিবেচিত। সিক্রেট সার্ভিস জানিয়েছে যে তারা ওয়েস্ট পাম বিচ পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং মামলাটি ফ্লোরিডা রাজ্যের আইনে পরিচালিত হচ্ছে।
বর্তমানে অ্যাটকিন্সকে পাম বিচ শেরিফের কারাগারে রাখা হয়েছে। পুলিশ প্রধান জানান, অ্যাটকিন্স স্বীকার করেছেন যে তিনি ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন, তবে তিনি দাবি করেছেন এটি নিছক মজা ছিল।
ইসরাত