ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

হামাস ফিরে আসছে আগের চেয়ে শক্তিশালী হয়ে!

প্রকাশিত: ২২:১২, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩৫, ২৫ জানুয়ারি ২০২৫

হামাস ফিরে আসছে আগের চেয়ে শক্তিশালী হয়ে!

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাথে যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নতুন করে ১০ থেকে ১৫ হাজার যোদ্ধা নিয়োগে সক্ষম হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কংগ্রেসের দুই সদস্য রয়টার্সকে জানিয়েছেন যে, ইরান সমর্থিত এই যোদ্ধারা ইসরায়েলের জন্য একটি বড় হুমকি হিসেবে রয়ে গেছে।

তারা জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর থেকে হামাসের ১০ থেকে ১৫ হাজার যোদ্ধা নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান আগে প্রকাশ করা হয়নি।

যুদ্ধবিরতির পর গাজায় হামাস নতুনভাবে তাদের শক্তি বৃদ্ধি করেছে এবং সেখানে গভীরভাবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করেছে। গাজার ধ্বংসপ্রাপ্ত অঞ্চলগুলোতে হামাস মৌলিক সেবা আবার চালু করেছে, যদিও ইসরায়েল এই সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ইসরায়েলি আক্রমণের কারণে গাজার বেশিরভাগ মৌলিক সেবা ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু যুদ্ধবিরতির পর হামাস সেই সেবা পুনরায় চালু করেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১৪ জানুয়ারি সতর্ক করে বলেছিলেন যে, হামাস যত বেশি যোদ্ধা হারিয়েছে, তার চাইতে অনেক বেশি যোদ্ধা তারা নতুন করে নিয়োগ করেছে, যা "চিরস্থায়ী যুদ্ধের" সম্ভাবনা সৃষ্টি করছে।

সুত্রঃ https://youtu.be/VVVmpVXuUwQ?si=00XVHlPboVCc2cM0

আসিফ

×