ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে এলো প্রেম! ফ্যাক্টচেক কী বলে?

প্রকাশিত: ২১:১৪, ২৫ জানুয়ারি ২০২৫

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে এলো প্রেম! ফ্যাক্টচেক কী বলে?

ছবিঃ সংগৃহীত

জেনিফার অ্যানিস্টন ও বারাক ওবামার সম্পর্কের গুজব সাম্প্রতিক সময়ে ঝড় তুলেছে। কিছু মিডিয়া রিপোর্টে বলা হয় যে, প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার অনুপস্থিতি ও ওবামার ব্যক্তিগত জীবন নিয়ে গুজব এই বিষয়কে জোরালো করেছে।

গুজবের শুরু
এই গুজবের সূত্রপাত হয়েছিল জনপ্রিয় মার্কিন পত্রিকা ইন টাচ উইকলি-এর একটি প্রিন্ট সংস্করণের প্রচ্ছদ থেকে। সেখানে দাবি করা হয়েছিল যে, বারাক ও জেনিফারের মধ্যে একটি বিশেষ আকর্ষণ রয়েছে। এমনকি মিশেল ওবামা নাকি এই কারণে ঈর্ষান্বিত।

অ্যানিস্টনের প্রতিক্রিয়া
জেনিফার অ্যানিস্টন গুজবকে প্রকাশ্যে অস্বীকার করেছেন। শি নোজ-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি একটি শো-তে এসে বলেছেন যে, মিশেলকে তিনি বারাকের চেয়ে অনেক ভালোভাবে চেনেন এবং বারাককে জীবনে মাত্র একবারই দেখা হয়েছে।

গুজব সত্ত্বেও
তবুও এই গুজব এত দ্রুত ছড়িয়ে পড়ে যে এটি মার্কিন মিডিয়ার শিরোনামে জায়গা করে নেয়।

 

তথ্যসূত্রঃ https://m.economictimes.com/news/international/us/how-did-the-jennifer-aniston-and-barack-obama-affair-rumor-begin-heres-the-breakdown/articleshow/117555963.cms

মারিয়া

×