ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ধেয়ে যাচ্ছে বৃহত্তম হিমশৈল

প্রকাশিত: ২০:৩১, ২৫ জানুয়ারি ২০২৫

ধেয়ে যাচ্ছে বৃহত্তম হিমশৈল

দ্রুতগতিতে ব্রিটিশ আইল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈল। অ্যান্টার্কটিকা থেকে ঘুরতে ঘুরতে উত্তর দিকে সাউথ জর্জিয়ার দিকে এগিয়ে যাচ্ছে ‘এ২৩এ’ নামের বিশালাকার বরফ খণ্ডটি। এটি স্থলভাগে আঘাত করলে জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। খবর রয়টার্সের। সাউথ জর্জিয়ার বরফাচ্ছন্ন উপকূল ও সমুদ্রসৈকত পেঙ্গুইন, সিলসহ বন্যপ্রাণীর অভয়ারণ্য। তবে প্রায়ই বিশালাকার বরফ খণ্ড আঘাত হানে ব্রিটিশ আইল্যান্ডের দুর্গম এই অঞ্চলে। এতে খাদ্যাভাবে মারা যায় অসংখ্য প্রাণী। তবে এবার অঞ্চলটিতে আঘাত হানতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈল। ‘এ২৩এ’ নামের এই বরফ খণ্ডটি বিশ্বের অন্যতম পুরনো হিমশৈল। ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ফিল্চনার আইস শেলফ থেকে ভেঙে ৩,৯০০ বর্গকিলোমিটারের বিশাল এই হিমশৈল সৃষ্টি হয়। দীর্ঘদিন সমুদ্রতলে আটকে থেকে গত ডিসেম্বরে এটি মুক্ত হয়ে ভাসতে শুরু করে অ্যান্টার্কটিকার বুকে।

×