ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

৬০ শতাংশেরও বেশি ইসরায়েলি চান নেতানিয়াহুর পদত্যাগ!

ইসরাত

প্রকাশিত: ১৫:১৮, ২৫ জানুয়ারি ২০২৫

৬০ শতাংশেরও বেশি ইসরায়েলি  চান নেতানিয়াহুর পদত্যাগ!

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলি দৈনিক পত্রিকা মারিভের এক জরিপে ওঠে এসেছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২% ইসরায়েলি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর পদত্যাগ চান বলে দাবি করেছেন গবেষণায় অংশ নেয়া মানুষ।

জরিপের তথ্য বিশ্লেষণ করে আরও জানা গেছে যে যদি এখনই নির্বাচন হয় ইসরায়েলে, তাহলে সেখানকার পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫৯টি আসন পাবে বিরোধী দলীয় জোট; অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৫০টি আসনে বিজয়ী হতে পারে। আর আরব পার্টিগুলো পাবে ১০টি আসন।

গাজায় যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র ২৮ শতাংশ। ৩৯ শতাংশ নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এ বিরতির সফল হবে কি না— সে সম্পর্কে সন্দিহান ৩৩ শতাংশ অংশগ্রহণকারী।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়েছিল ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ভয়াবহ সেই হামলায় নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন এবং এর পাশাপাশি ২৫০ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস। বস্তুত ইসরায়েলের ইতিহাসে এর আগে এত বড় হামলা ঘটেনি।

সূত্র : আনাদোলু এজেন্সি

ইসরাত

×