ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিনেট শুক্রবার সাবেক ফক্স নিউজ কো-হোস্ট পিট হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিশ্চিত করেছে। তাঁর বিরুদ্ধে মদ্যপানের আসক্তি, আর্থিক অনিয়ম এবং নেতৃত্বের অযোগ্যতার অভিযোগ থাকলেও রিপাবলিকান পার্টি তাঁর পক্ষে দাঁড়ায়। সেনেটে ৫০-৫০ সমতা হওয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই-ব্রেকিং ভোট দেন, যা ইতিহাসে দ্বিতীয়বার ঘটল।
৪৪ বছর বয়সী হেগসেথ আফগানিস্তান এবং ইরাকে দায়িত্ব পালন করেছেন। যদিও তাঁর সামরিক অভিজ্ঞতা রয়েছে, তবে বৃহৎ সংস্থা পরিচালনার অভিজ্ঞতা নেই। তাঁর নেতৃত্বে বর্তমানে ইউক্রেন যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিদ্যমান এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
সমর্থকরা বলছেন, হেগসেথের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তাঁকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সহায়তা করবে। তবে সমালোচকরা মনে করেন, তাঁর নেতৃত্বের অযোগ্যতা এবং অতীতের বিতর্কিত আচরণ তাঁকে এই দায়িত্ব পালনে ব্যর্থ করতে পারে।
হেগসেথের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত মদ্যপান এবং যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তাঁর প্রাক্তন শ্যালিকা ড্যানিয়েল হেগসেথ অভিযোগ করেছেন যে হেগসেথ তাঁর প্রাক্তন স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করেছেন এবং নারীদের কাজ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন।
তবে হেগসেথ এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, "এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমি নিখুঁত ব্যক্তি নই, তবে আমি বিশ্বাস করি পুনরুত্থান সম্ভব।"
হেগসেথ বলছেন, "বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তির নীতি সেনাবাহিনীতে বিভাজন সৃষ্টি করছে।"
সিনেটে হেগসেথের অনুমোদনের পর, তিনজন বিতর্কিত প্রার্থী - কাশ প্যাটেল (এফবিআই পরিচালক), তুলসি গ্যাবার্ড (জাতীয় গোয়েন্দা প্রধান) এবং রবার্ট এফ কেনেডি জুনিয়র (স্বাস্থ্য ও মানবসেবা সচিব) - এর শুনানি অনুষ্ঠিত হবে।
সূত্র: বিবিসি
নাহিদা