ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি: স্থানত্যাগের নির্দেশ

ইসরাত

প্রকাশিত: ০৯:৫৯, ২৫ জানুয়ারি ২০২৫

ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি: স্থানত্যাগের নির্দেশ

ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তার জন্য স্থানত্যাগের নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সান ডিয়েগো কাউন্টিতে বর্ডার ২ নামে একটি অগ্নিকাণ্ড শুরু হয়, যা মার্কিন-মেক্সিকো সীমান্তের কাছে ওতাই মাউন্টেনের দুর্গম অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে।

বর্ডার ২ অগ্নিকাণ্ডের হালচাল
বর্ডার ২ অগ্নিকাণ্ড মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৮০০ একরের বেশি এলাকা ধ্বংস করেছে। এই আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সান ডিয়েগোর শেরিফ কেলি মার্টিনেজ শুক্রবার সকালে জানান, অগ্নিকাণ্ডের দ্রুত প্রসারের কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা ও স্থানত্যাগের নির্দেশনা জারি করা হয়েছে।

অন্যান্য দাবানলের অবস্থা
বুধবার কাস্টেইক লেকের কাছে হিউজ অগ্নিকাণ্ড শুরু হয়, যা এখন পর্যন্ত ১০,৩৯৬ একর এলাকা ধ্বংস করেছে এবং ৩৬ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে। বৃহস্পতিবার ভেনচুরা কাউন্টিতে লাগুনা অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা ৯৩.৫ একর এলাকা গ্রাস করেছে এবং বর্তমানে ৭০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে, বুধবার রাতে বেল-এয়ারে সেপুলভেদা অগ্নিকাণ্ড শুরু হয়, যা ৪৫ একর এলাকায় ছড়িয়ে পড়ে এবং ৬০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে। জানুয়ারি ৭ থেকে চলমান পলিসেডস ও ইটন অগ্নিকাণ্ড দমনে ফায়ারফাইটাররা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রাষ্ট্রপতির পরিদর্শন ও বিতর্কিত অবস্থান
দাবানলের এই ভয়াবহ পরিস্থিতিতে শুক্রবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে আসার পরিকল্পনা করেছেন। এটি তার দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রপতি সফর। তবে এর আগে তিনি ক্যালিফোর্নিয়ার দাবানলে বিধ্বস্ত অঞ্চলগুলোকে ভবিষ্যতে আর কোনো ফেডারেল সহায়তা না দেওয়ার হুমকি দিয়েছিলেন, যা বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।


ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। উদ্ধারকারী দলগুলো আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে শুষ্ক আবহাওয়া এবং দুর্গম এলাকা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

ইসরাত

×