ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

ভারতের অস্ত্র ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ জানুয়ারি ২০২৫

ভারতের অস্ত্র ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি অর্ডন্যান্স অর্থ্যাৎ অস্ত্র কারখানায় শুক্রবার সকালে ভয়াবহ বিস্ফোরণে আটজন কর্মী নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

মহারাষ্ট্রের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "ভান্ডারার অর্ডন্যান্স কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যেখানে আটজনের মৃত্যু এবং সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এটি প্রাথমিক তথ্য।" এসময় তিনি উপস্থিত সবাইকে নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করেন।

জেলা কালেক্টর সঞ্জয় কোলতের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০:৩০টার দিকে কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই দমকল কর্মী এবং চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছায়।

বিস্ফোরণে কারখানার ছাদ ধসে পড়ে, ফলে একাধিক কর্মী ধ্বংসস্তূপে আটকা পড়ে যান। উদ্ধার কার্যক্রমের শুরুতে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, তবে একজনের মৃতদেহ পাওয়া যায়। ধ্বংসস্তূপ সরাতে সেখানে একটি এক্সকাভেটর ব্যবহার করা হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর শব্দ ৫ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কারখানার ভেতর থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস নিশ্চিত করেছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত এবং নাগপুর থেকে বিশেষ উদ্ধারকারী দল সেখানে পৌঁছানোর পথে রয়েছে।

সূত্র: ইউএনবি

নাহিদা

×