ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

অ্যান্থনি ফাউচির নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করলেন ট্রাম্প

প্রকাশিত: ২৩:৩৯, ২৪ জানুয়ারি ২০২৫

অ্যান্থনি ফাউচির নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ড. অ্যান্থনি ফাউচির সরকারি অর্থায়নে পরিচালিত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) নর্থ ক্যারোলিনার অ্যাশেভিলে একটি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, "যখন কেউ সরকারের হয়ে কাজ করেন, তখন একসময় তার নিরাপত্তা ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। চিরকাল এটি ধরে রাখা সম্ভব নয়।"

তিনি আরও উল্লেখ করেন, "আমরা অন্য অনেকের নিরাপত্তা ব্যবস্থাও প্রত্যাহার করেছি," যেখানে তিনি সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কথা উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, "তারা চাইলে নিজেদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিতে পারে। আমি তাদের কিছু ভালো নিরাপত্তা সংস্থার নামও দিতে পারি। ফাউচি অনেক টাকা উপার্জন করেছেন, তাদের সবারই ভালো আয়ের সুযোগ ছিল।"

ড. ফাউচি, যিনি সংক্রামক রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, তার নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ট্রাম্পের মন্তব্য বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

সূত্র: https://nypost.com/2025/01/24/us-news/donald-trump-ends-dr-anthony-faucis-security-detail/

সায়মা ইসলাম

×