ছবি: সিএনএন
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ চেকপয়েন্টের দায়িত্ব নিতে যাচ্ছে একটি বেসরকারি মার্কিন নিরাপত্তা সংস্থা।
সিএনএন জানিয়েছে, সেখানে সশস্ত্র আমেরিকান নিরাপত্তা কর্মীরা যানবাহন পরিদর্শন করবেন। তবে পায়ে হেঁটে গাজা উত্তরে ফেরত আসা ফিলিস্তিনিরা এই পরিদর্শনের আওতায় পড়বেন না।
নেটজারিম করিডোর থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরে যাওয়ার পর উত্তর গাজার বাসিন্দারা তাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। যদিও অধিকাংশের ঘরবাড়ি আগের অবস্থায় নেই। নেটজারিম করিডোর, যা গাজার একটি গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আমেরিকান নিরাপত্তা সংস্থা 'ইউজি সল্যুশনস' চেকপয়েন্ট পরিচালনার জন্য তাদের কর্মী মোতায়েন করবে। আরেকটি মার্কিন কোম্পানি 'সেইফ রিচ সল্যুশনস' পরিকল্পনা ও লজিস্টিকস পরিচালনায় যুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজায় সহায়তা সরবরাহ নিশ্চিত করতে এবং হামাস মুক্ত জোন তৈরি করতে বেসরকারি মার্কিন সংস্থাগুলোকে ব্যবহার করার পরিকল্পনা করে আসছে। তবে এটি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাস্তবায়িত হচ্ছে।
ইসরায়েলি বাহিনীর এই প্রত্যাহার ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ। চুক্তির আওতায় ছয় সপ্তাহে ৩৩ জন ইসরায়েলি বন্দি এবং প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েল জনবহুল এলাকা থেকে সরে যাবে, তবে সীমান্ত ও একটি প্রধান সড়কে তাদের উপস্থিতি বজায় রাখবে। এই পদক্ষেপ গাজায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি নতুন আশার সঞ্চার করেছে।
সূত্র: সিএনএন
এম.কে.