ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

এবার সৃষ্টিকর্তাকে ডাকছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা

প্রকাশিত: ১৭:৪৮, ২৪ জানুয়ারি ২০২৫

এবার সৃষ্টিকর্তাকে ডাকছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে পুড়ছে। দাবানলের তীব্রতা, শুষ্ক আবহাওয়া, হারিকেনের মতো বাতাস এবং পানি সংকটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিপদের মুহূর্তে অসহায় বাসিন্দারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন।

লস অ্যাঞ্জেলেসে বর্তমানে ছয়টি দাবানল একসঙ্গে জ্বলছে, যার কোনোটিই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি ম্যারন জানিয়েছেন, আগুন নেভানোর কাজে অন্য ছয়টি অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে আসা হয়েছে। তবে পানির অভাব এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

প্যাসিফিক প্যালিসেইডসসহ বেশ কয়েকটি এলাকায় হাইড্র্যান্ট শুকিয়ে যাওয়ার কারণে আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শহরের প্রায় দুই লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের বদলে মানুষকে সরিয়ে নেওয়ার কাজেই বেশি মনোযোগ দিতে বাধ্য হয়েছে, যা হতাহতের সংখ্যা কমাতে সহায়তা করেছে।

এই দাবানলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের বন ব্যবস্থাপনা নীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, জলজ প্রাণী সংরক্ষণের উদ্যোগের কারণে শহরে হাইড্র্যান্টগুলোতে পানি পাওয়া যাচ্ছে না।

ট্রাম্প গভর্নরের পদত্যাগের দাবি জানালেও, বাইডেন ট্রাম্পের নাম উল্লেখ না করেই বলেন, "ভীতি ও মিথ্যা তথ্য সহজেই ছড়ানো যায়। তবে বাস্তবতা হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নই এমন দাবানলের জন্য দায়ী।"

শহরের বাসিন্দারা ভয়াবহ দাবানল থেকে রক্ষা পেতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। তাদের চোখে-মুখে আতঙ্ক এবং উদ্বেগ স্পষ্ট। কেউ কেউ নিজের ঘরবাড়ি হারানোর শঙ্কায় রয়েছেন, আবার কেউ স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

সূত্র: https://www.youtube.com/watch?v=RSd2rUzJNuw

আশিক

সম্পর্কিত বিষয়:

×