ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

হঠাৎ কেন সীমান্তে ভারতের কড়া অবস্থান?

প্রকাশিত: ১৭:০০, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:০২, ২৪ জানুয়ারি ২০২৫

হঠাৎ কেন সীমান্তে ভারতের কড়া অবস্থান?

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে বিরাজমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ কার্যক্রম শুরু করেছে। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের উত্তর-পূর্ব ও পশ্চিমবঙ্গ সীমান্তে ৩১ জানুয়ারি পর্যন্ত এই ‘অপস অ্যালার্ট’ কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

বিএসএফ-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রজাতন্ত্র দিবসের ৭৬তম বার্ষিকী উদযাপনের পাশাপাশি বাংলাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারত ২৬ জানুয়ারি ২০২৫ সালে তাদের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। ১৯৫০ সালের এই দিনে দেশটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে সংবিধান কার্যকর করে।

এই উপলক্ষে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তে ‘অপস অ্যালার্ট’ কার্যক্রম শুরু করেছে বিএসএফ।

সীমান্ত নিরাপত্তা ও পোস্ট জোরদার করতে বিএসএফ মোতায়েন করা হয়েছে। এই ১০ দিনের কার্যক্রম সফল করতে সীমান্ত এলাকায় টহল কার্যক্রমও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সূত্র: ডেইলি সান

নাহিদা

×