ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ট্রাম্পের হুমকির পর পুতিন বললো আমরা রাজি

প্রকাশিত: ১১:৫৮, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ১২:০৪, ২৪ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের হুমকির পর পুতিন বললো আমরা রাজি

ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি এক বিবৃতিতে রাশিয়াকে অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকি দেন। ট্রাম্প বলেন, "আমি রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে যাচ্ছি, যার অর্থনীতি ব্যর্থ হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন, এটি আপনার জন্য একটি বড় অনুগ্রহ। যুদ্ধ এখনই মীমাংসা করুন এবং এই হাস্যকর যুদ্ধ বন্ধ করুন। এটি আরও খারাপ হতে চলেছে। যদি আমরা একটি চুক্তি না করি, তাহলে আমাদের কাছে বিক্রি করা যেকোনো পণ্যের ওপর উচ্চ কর, শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না।"

এ বক্তব্যের পর রাশিয়া যুদ্ধ মীমাংসায় আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "ট্রাম্প সবসময় এভাবেই কথা বলেন। প্রথমবার ক্ষমতায় আসার সময়ও তিনি এভাবেই কথা বলেছেন।"

পুতিন জানান, রাশিয়া যুদ্ধের অবসানের জন্য আলোচনা করতে প্রস্তুত। তবে ইউক্রেনকে রাশিয়ার লাভের বাস্তবতা মেনে নিতে হবে। একইসঙ্গে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে রাশিয়া এখনো তাদের আগের অবস্থানেই অটল রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়া দখল নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই যুদ্ধের সূচনা হয়। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য যুদ্ধ মীমাংসার একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

লিংকঃ https://youtu.be/1Zt-CpvFO00?si=i7-zrpMfZoqy-5KK

মারিয়া

×