ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ফেডারেল সহায়তার পরিবর্তে রাজ্যগুলোকেই সমস্যার সমাধান করতে বললেন ট্রাম্প

প্রকাশিত: ০০:৫৬, ২৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:৫৬, ২৪ জানুয়ারি ২০২৫

ফেডারেল সহায়তার পরিবর্তে রাজ্যগুলোকেই সমস্যার সমাধান করতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের কেন্দ্রে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ফেডারেল সহায়তা প্রদানের পরিবর্তে তিনি রাজ্যগুলোকে তাদের নিজস্ব সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন

 

ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ফেডারেল সহায়তা প্রদানে ইচ্ছাকৃত বিলম্ব এবং কখনও কখনও তা প্রত্যাখ্যান করার। ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা (FEMA) এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রাকৃতিক দুর্যোগের পর ফেডারেল সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিশেষত ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্কের মতো রাজ্যগুলো ফেডারেল সহায়তা পেতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল সহায়তার অনুরোধ রাজনৈতিক কারণে প্রত্যাখ্যাত হওয়ায় পুনরুদ্ধার প্রচেষ্টায় বড় বাধা সৃষ্টি হয়েছে।

 

ট্রাম্প তার বক্তব্যে বলেন, ফেডারেল সরকারের পেছনে ছুটে লাভ নেই। প্রতিটি রাজ্যকেই তাদের নিজস্ব সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। আমরা এখানে প্রতিটি সমস্যার সমাধান করতে আসিনি। রাজ্যগুলোকে তাদের দায়িত্ব নিতে হবে।

ট্রাম্পের এই মন্তব্য এবং ফেডারেল সহায়তায় বিলম্বের ঘটনাগুলো প্রশাসনের নিরপেক্ষতার বিষয়ে বড় প্রশ্ন তুলেছে। ক্যালিফোর্নিয়ার এক সিনিয়র কর্মকর্তা বলেন, ফেডারেল সহায়তা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা যোগ করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি অন্যায়। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

 

×