ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প দেশটির ইতিহাসে সবচেয়ে ধনী প্রেসিডেন্ট। গত সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের মাধ্যমে আবারও হোয়াইট হাউসে প্রবেশ করেন তিনি। ধর্ণাঢ্য ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া ট্রাম্প তার আবাসন ব্যবসা এবং গণমাধ্যম ও প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগের মাধ্যমে অর্জন করেছেন এই বিশাল সম্পদ।
ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন তথ্যসূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা ট্রাম্পের সম্পদের পরিমাণ ছিল ৩৭০ কোটি মার্কিন ডলার। তবে ফোর্বসের মতে, ২০২৪ সালের নভেম্বরে পুনরায় নির্বাচিত হওয়ার পর তার নিট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ কোটি মার্কিন ডলারে।
যুক্তরাষ্ট্রের অন্যান্য ধনী প্রেসিডেন্টদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন জন এফ কেনেডি। তার সম্পদের পরিমাণ ছিল ১৩০ কোটি ডলার। তবে কেনেডি তার বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে এ সম্পদ পেয়েছিলেন। তৃতীয় স্থানে আছেন দেশের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, যার মোট সম্পদ ছিল ৭০ কোটি ৮৫ লাখ ডলার।
এই তালিকায় আরও রয়েছেন টমাস জেফারসন (২৮ কোটি ৫৮ লাখ ডলার), থিওডর রুজভেল্ট (১৬ কোটি ৮৬ লাখ ডলার), অ্যান্ড্রু জ্যাকসন (১৬ কোটি ডলারের বেশি), এবং জেমস মেডিসন (১৩ কোটি ৬৭ লাখ ডলার)।
এছাড়া ষাটের দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা লিন্ডন বি জনসনের সম্পদ ছিল ১৩ কোটি ১৯ লাখ ডলার। তার সম্পদের বড় অংশ এসেছিল তার স্ত্রীর পরিবার থেকে। অন্যদিকে হার্বার্ট হুভারের সম্পদ ছিল ১০ কোটি ডলারের বেশি, যা বার্মার রূপার খনির মালিকানা এবং খনি প্রকৌশল বইয়ের স্বত্ব থেকে এসেছে। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সম্পদের পরিমাণ ছিল ৯ কোটি ১৬ লাখ ডলার।
ডোনাল্ড ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট নন, তিনিই দেশটির সবচেয়ে ধনী প্রেসিডেন্ট। তার বিশাল সম্পদ তাকে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সম্পদশালীদের শীর্ষে স্থান দিয়েছে।
সূত্র: সিবিএস নিউজ
তাবিব