ছবিঃ সংগৃহীত
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী চলতি মাসে বেইজিং সফরে যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৬-২৭ জানুয়ারি এ সফর অনুষ্ঠিত হবে।
২০২০ সালে সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক স্থবির হয়ে পড়েছিল। সম্প্রতি হিমালয় সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে মাইলফলক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সম্পর্ক পুনরুদ্ধারে উভয় দেশ পদক্ষেপ নিচ্ছে।
সফরে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। এছাড়া দুই দেশের নেতৃত্বের মধ্যে পূর্ববর্তী বৈঠকের ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।
সূত্র: রয়টার্স
জাফরান