ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে অর্থনৈতিকসহ নানাবিধ চাপে পড়বে বাংলাদেশ

প্রকাশিত: ২২:৩৮, ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে অর্থনৈতিকসহ নানাবিধ চাপে পড়বে বাংলাদেশ

ছবি: সংগৃহীত।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির পরিবর্তন ও বেশ কিছু নির্বাহী আদেশ বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য নতুন সংকট তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রে প্রায় ১২ লাখ বাংলাদেশি অভিবাসী বসবাস করেন, যাঁদের মধ্যে ৮০ শতাংশ ক্ষুদ্র ব্যবসা বা পেশায় নিয়োজিত। নথিপত্রহীন এসব অভিবাসীরা চরম হুমকির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল ইসলাম জানান, ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে স্কুল, চার্চ বা জনসমাগমস্থলে অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো রকম দ্বিধা থাকবে না। তিনি বলেন, “আগামী চার বছরে অভিবাসীদের দুর্দশা ও সংকটের চিত্র আমরা হয়তো আরও বেশি করে দেখতে পাব।”

এদিকে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১৭ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা গত এক দশকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে নতুন নীতিতে শিক্ষার্থীদেরও চাপের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, “যেসব ছাত্র স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তাঁদের সঙ্গে পরিবারের সদস্যরা ভিজিট ভিসায় গেলে সেখানকার সন্তানরা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ হারাবে।”

শ্রমজীবীদের ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। বাংলাদেশি অভিবাসীরা সাধারণত ছোটখাটো কাজের সঙ্গে জড়িত, যা যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্সের বড় উৎস। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আরও বলেন, “যাঁরা অনিবন্ধিত অভিবাসী, তাঁদের আয় যুক্তরাষ্ট্রের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নীতি রেমিট্যান্সকে হুমকির মুখে ফেলতে পারে।”

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ি বাংলাদেশের জন্য বহুমাত্রিক সংকট তৈরি করবে। এর প্রভাব শুধু অভিবাসীদের জীবনযাপনেই নয়, বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলবে।

সায়মা ইসলাম

×