ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ফ্রান্সে অবৈধ অভিবাসনে সহায়তার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রকাশিত: ২২:১৩, ২৩ জানুয়ারি ২০২৫

ফ্রান্সে অবৈধ অভিবাসনে সহায়তার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

ছবিঃ সংগৃহীত

ফ্রান্সের বায়োন শহরের আদালত সম্প্রতি ফ্রান্স-স্পেন সীমান্তে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে এক ভারতীয় নাগরিককে ৩০ মাসের কারাদণ্ড প্রদান করেছে। মানবপাচারের গুরুতর অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

গত ১৬ জানুয়ারি হেন্দায় শহরের কাছে একটি চেকপোস্টে ফরাসি পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তিনি নয় সিটের একটি গাড়িতে ১৬ জন অনিয়মিত অভিবাসী নিয়ে ফ্রান্সের সীমান্ত অতিক্রম করছিলেন। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে বেশিরভাগই ভারতীয় এবং পাকিস্তানি নাগরিক।


পুলিশ জানায়, গাড়িতে যাত্রী ধারণক্ষমতার অতিরিক্ত অভিবাসী ছিলেন। পাঁচজন ট্রাঙ্কের লাগেজের উপর বসে ছিলেন এবং তিনজন অন্য যাত্রীদের কোলে অবস্থান করছিলেন। যাত্রীদের কারোরই সিট বেল্ট বাঁধা ছিল না। এই ধরনের পরিবহন তাদের সম্ভাব্য মৃত্যুঝুঁকির মধ্যে ফেলেছিল বলে আদালত উল্লেখ করেছে।


আদালতে অভিযুক্ত ব্যক্তির দাবি করেছেন যে, অসুস্থ মা এবং প্রতিবন্ধী বাবাকে সাহায্য করার জন্য তিনি অর্থের প্রয়োজন অনুভব করেন। পর্তুগালের একজন ব্যক্তি তাকে এই কাজ করার নির্দেশ দেন। অভিযুক্ত ব্যক্তি বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে পর্তুগালে বসবাস করতেন।


ফ্রান্স ব্লু জানিয়েছে, সম্প্রতি পর্তুগাল থেকে ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের পাচারে ভারতীয় ও পাকিস্তানি পাচারকারীদের নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে। ফ্রান্সের অল্টিম দপ্তর এই চক্র ভাঙতে জোরালো অভিযান পরিচালনা করছে।

২০২৩ সালে ফ্রান্সে একই ধরনের মানবপাচারের ঘটনায় বেশ কয়েকজন পাচারকারীকে শাস্তি দেওয়া হয়েছে। এ বছরের মার্চে আরেকজন চোরাকারবারিকে তিন বছরের কারাদণ্ড এবং ফ্রান্স থেকে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ফরাসি কর্তৃপক্ষ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং মানবপাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

রিফাত

×