সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)।
গালফ নিউজের খবরে জানানো হয়েছে, বুধবার (২৩ জানুয়ারি) থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মক্কা, রিয়াদ, জাজান, আসির, আল বাহা ও আশপাশের অঞ্চলে বৈরী আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে উত্তরাঞ্চল, আল জাওয়াফ, হা’ইল, মদিনা, আল কাসিম এবং পূর্বাঞ্চলেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনী নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকতে, নিচু এলাকা এড়িয়ে চলতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। জরুরি পরিস্থিতিতে বাহিনীর সঙ্গে যোগাযোগের অনুরোধও জানানো হয়েছে।
রাজু