ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

চীন-মার্কিন শুল্ক যুদ্ধের ফলে যেভাবে লাভবান হবে বাংলাদেশ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:১৭, ২৩ জানুয়ারি ২০২৫

চীন-মার্কিন শুল্ক যুদ্ধের ফলে যেভাবে লাভবান হবে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিভিন্ন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় আমদানিকারকরা বিকল্প উৎসের সন্ধান করছেন। বাংলাদেশের তৈরি পোশাক, পাদুকা, পাটজাত পণ্যসহ বিভিন্ন রপ্তানি খাতে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, চীন থেকে সরবরাহ বন্ধ হলে বাংলাদেশি পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার। চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ফলে সেখানকার আমদানিকারকরা বাংলাদেশসহ অন্যান্য বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন।

তবে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। উৎপাদন সক্ষমতা বাড়ানো, পণ্যের গুণগত মান নিশ্চিত করা, দ্রুত সরবরাহ চেইন গড়ে তোলা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করাই হবে প্রধান লক্ষ্য।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইতোমধ্যেই সতর্ক করেছে যে, এ ধরনের সুযোগ কাজে লাগাতে সঠিক কৌশল প্রয়োগ না করলে অন্যান্য প্রতিযোগী দেশ, যেমন ভিয়েতনাম, ভারত, বা ইন্দোনেশিয়া এগিয়ে যেতে পারে।

সর্বোপরি, সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় সুযোগ এনে দিতে পারে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=pLNJn15Ru00&ab_channel=EkusheyTelevision-ETV

জাফরান

×