ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

‘স্টারগেট’কে কেন্দ্র করে ফের মাস্ক-অল্টম্যানের দ্বন্দ্ব

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৩৮, ২৩ জানুয়ারি ২০২৫

‘স্টারগেট’কে কেন্দ্র করে ফের মাস্ক-অল্টম্যানের দ্বন্দ্ব

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রযুক্তি শিল্পের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা (সফটব্যাঙ্কের মাসায়োশি সন, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান, এবং অরাকলের ল্যারি এলিসন) ৫০০ বিলিয়ন বিনিয়োগের মাধ্যমে ‘স্টারগেট’নামে একটি এআই মেগা-প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পটির উদ্দেশ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণের মাধ্যমে এআই অবকাঠামো গড়ে তোলা।

এ বিষয়ে ট্রাম্প বলেন,"স্টারগেট পরবর্তী প্রজন্মের এআই উন্নয়নের জন্য শারীরিক এবং ভার্চুয়াল অবকাঠামো নির্মাণ করবে, এবং এতে বিশাল ডেটা সেন্টার তৈরি করা হবে।"

তবে এই ঘোষণা থেকে একেবারে বাইরে ছিলেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক, যিনি প্রকল্পের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন।

একাধিক রাতে পোস্ট করা টুইটগুলোতে মাস্ক দাবি করেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থায়ন আসলেই নেই। তিনি বলেন, "তাদের আসলে টাকা নেই," এবং পরবর্তী পোস্টে তিনি জানান, "সফটব্যাঙ্কের কাছে ১০ বিলিয়নের কম অর্থ সুরক্ষিত রয়েছে।"

এদিকে, স্যাম অল্টম্যান, যিনি ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা (এলন মাস্কের সঙ্গে, ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠান ছেড়ে দেন) অভিযোগের পাল্টা জবাব দেন। অল্টম্যান মাস্কের মন্তব্যকে ভুল দাবি করে বলেন, "এটি দেশের জন্য ভালো," এবং তাকে টেক্সাসে নির্মাণাধীন প্রথম ডেটা সেন্টারটি দেখতে আমন্ত্রণ জানান। যেখানে মাস্কের কোম্পানিগুলি অবস্থিত।

অল্টম্যান আরও যোগ করেন, "এটি দেশের জন্য দুর্দান্ত হবে। আমি জানি দেশের জন্য যা ভালো, তা সবসময় আপনার কোম্পানির জন্য আদর্শ নাও হতে পারে, তবে আপনার নতুন ভূমিকায় আমি আশা করি আপনি প্রধানত আমেরিকাকে আগে রাখবেন।"

এদিকে, ট্রাম্প নিজের ঘোষণায় বলেন, "আমি মনে করি এটি বিশেষ কিছু হতে চলেছে। এটি এমন কিছু হবে যা হয়তো সবচেয়ে বড় কিছুতে পরিণত হবে।"

এলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। ২০২৪ সালের মার্চে মাস্ক, অল্টম্যান এবং ওপেনএআই-এর অন্য সহ-প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, যেখানে তিনি অভিযোগ করেন যে ওপেনএআই প্রতিষ্ঠার সময় হওয়া চুক্তি ভঙ্গ করেছে। এর পর থেকেই উভয়ের মধ্যে আদালত ও সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি মন্তব্য অব্যাহত রয়েছে।

সূত্র:- এন্টারপ্রেনার

রাসেল

×