মার্কিন মুলুকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই গোটা বিশ্বকে উল্টে পাল্টে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কলমের এক একটা সই, এক একটা আদেশ। সেই আদেশ মানতে হবে আমেরিকাকে। কারণ তিনিই যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
তিনি যে নির্বাহী আদেশ জারি করবেন, তা ই মানতে হবে মার্কিনদের। শুধু আমেরিকানরাই না, তা মানতে বাধ্য গোটা বিশ্বের মানুষ। কেননা আমেরিকার সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কোনো না কোনো ভাবে জড়িত প্রতিটি দেশ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের প্রথম দিনে অভিবাসী নিয়ে বেশ কঠোর অবস্থানে ট্রাম্প। অবৈধ অভিবাসীদের ছাড়তে হবে আমেরিকা।
ভিডিও: https://youtu.be/atWC23PYJgY?si=KyZQoiLKe1IiAky3
সেই সঙ্গে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নিয়েছেন কঠোর পদক্ষেপ। মেক্সিকো সীমান্তে জারি করেছেন জরুরি অবস্থা। সবচেয়ে দুঃসংবাদ হল, তার আদেশেই বাতিল হয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগও। এত এত খারাপ খবরের মধ্যেও আমেরিকায় যেতে ইচ্ছুকদের জন্য ট্রাম্পের পক্ষ থেকে রয়েছে সুসংবাদ।
এইচ ওয়ান বি ভিসা নিয়ে কর্মদক্ষ ব্যক্তিরা এখন থেকে সহজেই যেতে পারবেন আমেরিকায়। এ বিষয়ে সবাইকে উৎসাহী করছেন ট্রাম্প। এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন কর্মদক্ষ মানুষেরা যেন যুক্তরাষ্ট্রে যান।
মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প ক্ষমতাগ্রহণের অনেক আগে থেকেই বিতর্ক চলছিল এইচ ওয়ান বি ভিসা নিয়ে। সেই বিতর্ককে সঙ্গী করেই সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন তিনি। ট্রাম্পের দ্বিতীয় জমানায় এইচ ওয়ান বি ভিসার প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে। তবে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে কর্মদক্ষ মানুষদের এইচ ওয়ান বি ভিসায় আমেরিকায় যাওয়ার আমন্ত্রণ জানান ট্রাম্প। মঙ্গলবার ওপেন এআই সংস্থার কর্মকর্তা স্যাম ওল্ডম্যান, সফটব্যাংক কর্মকর্তা মাসা ও সিসন এবং ওয়ার্ক কর্মকর্তা ল্যারি অ্যালিসনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। এরপর জায়ান্ট এই তিনটি সংস্থার কর্তাকে নিয়ে হোয়াইট হাউস থেকে যৌথ সাংবাদিক বৈঠক করেন তিনি।
সেখানে ভিসা বিতর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, অত্যন্ত দক্ষ ব্যক্তিদেরই আমার পছন্দ। এমনকি যাদের যোগ্যতা নেই এমন ব্যক্তিদের প্রশিক্ষণ এবং সাহায্য করার জন্য যদি কেউ আসেন তাকেও আমি পছন্দ করি। ট্রাম্প চান রেস্টুরেন্টের ওয়েটার কিংবা কৃষিক্ষেত্রের কোনো লোকবল। সবাইকেই দক্ষ হতে হবে। তবেই আমেরিকার দরজা তাদের জন্য খোলা। মিলবে সব সুযোগ সুবিধাও। কর্মদক্ষ মানুষকে আমেরিকায় যেতে হলে মূলত এইচ ওয়ান বি ভিসা লাগে। ২০২০ সালে ট্রাম্পের আমলে এই ভিসা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারের ভোটের আগেও এই ভিসায় বিদেশ থেকে কর্মী আনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি।
তবে ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগেই আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সম্প্রতি এই ভিসার নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে। গত শুক্রবার থেকে এইচ ওয়ান বি ভিসার নতুন নিয়ম কার্যকর হয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অবশ্য এটিকে আধুনিকীকরণ বলেই ব্যাখ্যা করছে।
ফুয়াদ