ছবি: সংগৃহীত
দক্ষিণ-পশ্চিম সীমান্তে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ১,৫০০ নতুন সক্রিয় সেনা মোতায়েনের পরিকল্পনা চলছে, যা আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা। বর্তমানে, যৌথ টাস্ক ফোর্স-নর্থ মিশনের অধীনে এল পাসো, টেক্সাসে ২,২০০ সক্রিয় সেনা মোতায়েন রয়েছে। তাদের মূলত লজিস্টিক, ডেটা এন্ট্রি, এবং যানবাহন রক্ষণাবেক্ষণের মতো প্রশাসনিক কাজ করার জন্য নিয়োগ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব রবার্ট সালেসেস জানান, সীমান্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট ক্রু, পাশাপাশি গোয়েন্দা বিশ্লেষক মোতায়েন করা হবে। পাশাপাশি, সামরিক উড়োজাহাজ ব্যবহারের মাধ্যমে অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য মার্কিন পরিবহন কমান্ড প্রস্তুত রয়েছে। চারটি সামরিক উড়োজাহাজ, যার মধ্যে দুইটি সি-১৭ এবং দুইটি সি-১৩০ মডেলের, সান দিয়েগো ও এল পাসোতে মোতায়েন করা হয়েছে।
সীমান্তে প্রায় ৫,০০০ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহযোগিতায় সামরিক বাহিনী কাজ করবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা বিভাগকে জাতীয় নিরাপত্তা মিশনকে অগ্রাধিকার দিতে নির্দেশ দিয়েছেন।
সর্বশেষ নির্দেশনার অংশ হিসেবে ৫০০ মেরিন সেনা সান দিয়েগোর ক্যাম্প পেন্ডলটন থেকে মোতায়েন করা হয়েছে। ভবিষ্যতে আরও ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, টেক্সাস ন্যাশনাল গার্ডের অপারেশন লোনস্টারের অধীনে ৪,৫০০ সদস্য ইতোমধ্যে কাজ করছে।
সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে মোতায়েনকৃত সেনারা অভিবাসীদের গ্রেপ্তার বা সরাসরি আইন প্রয়োগ করতে পারবে না। তাদের কাজ মূলত পরিবহন ও প্রশাসনিক সহায়তায় সীমাবদ্ধ থাকবে।
এই পদক্ষেপকে জাতীয় জরুরি পরিস্থিতি হিসেবে দেখার কথা উল্লেখ করেছেন কর্মকর্তারা। প্রেসিডেন্ট ট্রাম্প ৯০ দিনের মধ্যে সীমান্তে ইনসারেকশন অ্যাক্ট কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
সূত্র: সিএনএন
নাহিদা