ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ভিউ বাণিজ্যে ঝুঁকছে সিএনএন, চাকরি হারাবে শতাধিক!

প্রকাশিত: ১৩:২৪, ২৩ জানুয়ারি ২০২৫

ভিউ বাণিজ্যে ঝুঁকছে সিএনএন, চাকরি হারাবে শতাধিক!

ছবি: সংগৃহীত

সিএনএন বৈশ্বিক ডিজিটাল দর্শকদের দিকে আরও মনোনিবেশ করার উদ্দেশ্যে ওয়ার্নার ব্রোস ডিসকভারির একটি ইউনিট শতাধিক কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। সিএনবিসি বুধবার এই খবরটি জানিয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, টেলিভিশনে কাজ করা সাংবাদিকদের ডিজিটাল নিউজ টিমের সঙ্গে একত্রিত করা হবে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আরও বেশি ভিডিও কনটেন্ট তৈরিতে বিনিয়োগ করবে।

কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া সিএনএনকে তাদের লিনিয়ার টিভি লাইনের পুনর্বিন্যাস করতে এবং ডিজিটাল সাবস্ক্রিপশন পণ্য তৈরি করতে সাহায্য করবে। এতে উৎপাদন খরচ কমানো এবং দলগুলোকে একত্রিত করার সুযোগ তৈরি হবে। কিছু শো, যা নিউইয়র্ক বা ওয়াশিংটন থেকে প্রযোজিত হয়, সেগুলো সম্ভবত আটলান্টাতে স্থানান্তরিত হবে, যেখানে উৎপাদন আরও সস্তা হবে।

কমকাস্ট দ্বারা মালিকানাধীন এনবিসি নিউজও এই সপ্তাহের শেষের দিকে কর্মী ছাঁটাই করবে বলে জানানো হয়েছে। যদিও নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, তবে ছাঁটাইয়ের পরিমাণ ৫০ জনের কম হবে।

অ্যামাজনের মালিকানাধীন ওয়াশিংটন পোস্ট এই মাসের শুরুর দিকে ঘোষণা করেছিল যে তারা তাদের কর্মী বাহিনীর প্রায় ৪% বা ১০০ জনেরও কম কর্মী ছাঁটাই করবে। এর ফলে সংবাদপত্রটি তার ক্ষতি কমানোর চেষ্টা করছে। নভেম্বর মাসে, অ্যাসোসিয়েটেড প্রেস ঘোষণা করেছিল যে তারা তাদের কর্মী বাহিনীর ৮% ছাঁটাই করবে, যাতে তাদের কার্যক্রম এবং পণ্যগুলির আধুনিকীকরণ করা যায়।

সূত্র: রয়টার্স

নাহিদা

×