প্রশাসনিক কার্যক্রম শুরু করার আগেই ডোনাল্ড ট্রাম্প তার দল গোছাচ্ছিলেন। ভারতীয় বংশোদ্ভূত কিছু মার্কিন নাগরিক তার প্রশাসনে জায়গা পেয়েছেন। এজন্য ভারতীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে বলছে ট্রাম্পের প্রশাসন নাকি মিনি ইন্ডিয়া।
মার্কিন সেকেন্ড লেডি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সির স্ত্রী উষা ভ্যান্সি ভারতীয় বংশোদ্ভূত যিনি ট্রাম্পএর মূল প্রশাসনে রয়েছেন।
এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের যেসব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে, তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের পূর্ণ আনুগত্য প্রকাশ করেন এবং কঠিন পরীক্ষা দিয়েই এই অবস্থান অর্জন করেছেন। তারা যতটা না ভারতীয়,তার চেয়ে বেশি আমেরিকান।
আমেরিকান মন্ত্রিসভায় বিভিন্ন দেশের নাগরিকদের যোগ্যতার ভিত্তিতে জায়গা দেয়া হয়। আমেরিকার ইতিহাসে অনেক রীতি অনেক পুরোনো। ।ট্রাম্পের প্রশাসনের শত শত শাখা আছে ,সেখানে কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য নাগরিকগণ।
ট্রাম্প প্রশাসনে এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। তার পরিবার এসেছে ভারতের গুজরাট থেকে।
ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামা স্বামী ডিপার্টমেন্ট অফ গভমেন্ট ইফিশিয়েন্সি মন্ত্রণালয়ে ইলন মাস্কের সাথে যৌথ দায়িত্বে থাকছেন।
ভারতের শ্রীরামকৃষ্ণকে ট্রাম্প তার অফিসিয়াল ইন্টেলিজেন্স এডভাইজার করেছেন। রাম কৃষ্ণা চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ থেকে কম্পিউটার সাইন্স এ স্নাতক করেছেন ।
ট্রাম্প প্রশাসনে আরও আছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতির প্রফেসর জয়ন্ত ভট্টাচার্য,জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট বা এন আই এইচ এর পরিচালক পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাকে ।জয়ন্ত ভট্টাচার্য ভারতের কলকাতার অধিবাসী এবং একজন বাঙালি।
ভারতের চন্ডিগড়ের মেয়ে হরমিত কৌর ট্রাম্প প্রশাসনে সিভিল রাইট বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন।
এখানে কর্মরত প্রত্যেকের আমেরিকার প্রতি অনুগত।কে ভারতীয় কে কোন দেশের নাগরিক সেটা কোন বিষয় না। সকলেই মার্কিন স্বার্থের জন্য কাজ করছেন।
অন্যদিকে,নিজেকে ট্রাম্প এর বন্ধু বলে পরিচয় দেন নরেন্দ্র মোদি। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মোদির নাম ছিল না। ভারতের চিরশত্রু চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছিল ট্রাম্প প্রশাসন।
সূত্র: https://tinyurl.com/2aehrejd
আফরোজা