ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

এবার পাকিস্তানের ঘরে তৈরি হবে ইরানের অস্ত্র!

প্রকাশিত: ১২:২১, ২৩ জানুয়ারি ২০২৫

এবার পাকিস্তানের ঘরে তৈরি হবে ইরানের অস্ত্র!

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান ও ইরান, দুটি পরমাণু শক্তিধর মুসলিম দেশ, যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে সম্মত হয়েছে। এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরী জানিয়েছেন যে, ইরান প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত।

সোমবার ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসীম মুনীরের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে, দুই দেশের মধ্যে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে আরও সমন্বয় এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ সফরে, পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ পৌঁছান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি, যিনি ইরানের সামরিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। 

 

তথ্যসূত্রঃ একাত্তর টিভি

লিংকঃ https://youtu.be/NuJSHPxm104?si=lIfAizrJK9dvZFvt

মারিয়া

×