ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

এবার ইলন মাস্ককে পিঠ দেখালো ট্রাম্প!

প্রকাশিত: ১১:৩৯, ২৩ জানুয়ারি ২০২৫

এবার ইলন মাস্ককে পিঠ দেখালো ট্রাম্প!

ছবিঃ সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে তিন প্রযুক্তি জায়ান্ট একত্রিত হয়ে ঘোষণা করলেন বিশ্বের সবচেয়ে বড় এআই প্রকল্প ‘স্টারগেট’। হোয়াইট হাউজে এক বিশেষ অনুষ্ঠানে ট্রাম্প এই প্রকল্পের ঘোষণা দেন। তবে, এই প্রকল্প নিয়ে ইলন মাস্কের কিছু সংশয় দেখা দিয়েছে।

কী এই স্টারগেট প্রকল্প?
স্টারগেট প্রকল্পের নেতৃত্বে থাকবেন ওপেনএআই-এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান, ওরাকল চেয়ারম্যান ল্যারি এলিসন এবং সফটব্যাংক সিইও মাসায়োশি সন। 

হোয়াইট হাউজের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, "এটি ইতিহাসের সবচেয়ে বড় এআই অবকাঠামো প্রকল্প হবে। প্রথম ধাপে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে এবং সামগ্রিকভাবে প্রকল্পে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।" তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এক লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।

ওরাকল চেয়ারম্যান ল্যারি এলিসন জানিয়েছেন, টেক্সাসে ১০ লাখ বর্গফুটের একটি ডেটা সেন্টার ইতিমধ্যেই নির্মাণাধীন।

এলন মাস্কের অসন্তোষ
স্টারগেট প্রকল্প থেকে এলন মাস্ককে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে তিনি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। ওপেনএআই-এর পক্ষ থেকে এক্স(পূর্বে টুইটার)-এ স্টারগেট প্রকল্পের ঘোষণা দেওয়ার পর মাস্ক একটি কটাক্ষ করেন। তিনি লেখেন, "তাদের কাছে ৫০০ বিলিয়ন ডলারের প্রকৃত অর্থ নেই।"

এক ব্যবহারকারীর পোস্টে মাস্ক বলেন, "সফটব্যাংক-এর কাছে ১০ বিলিয়নের কম তহবিল রয়েছে, আমি নির্ভরযোগ্য সূত্রে এটি জানি।" এছাড়া, ওপেনএআই এবং মাইক্রোসফট-এর মধ্যকার সম্পর্কের সম্ভাব্য ফাটল নিয়েও মন্তব্য করেন।

মাস্ক বনাম অল্টম্যান: সম্পর্কের অবনতি
২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় স্যাম অল্টম্যানের সঙ্গে কাজ করেছিলেন এলন মাস্ক। সে সময় তিনি ওপেনএআই-কে আর্থিক সহায়তাও করেছিলেন। তবে, ২০১৮ সালে মাস্ক ওপেনএআই থেকে বেরিয়ে আসেন।

সম্প্রতি, মাস্ক ও অল্টম্যানের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। মাস্ক ওপেনএআই-এর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন, যেখানে তিনি দাবি করেছেন ওপেনএআই তার লাইসেন্সিং চুক্তি লঙ্ঘন করেছে। মাস্ক বলেছেন, "এটি স্বার্থপরতা বনাম নিঃস্বার্থতার গল্প।"

স্টারগেট নিয়ে অল্টম্যানের বক্তব্য
হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে স্যাম অল্টম্যান বলেন, "স্টারগেট প্রকল্প আমেরিকাকে এআই প্রযুক্তির ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে।" ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প এটি, এবং এটি সম্ভব হয়েছে আপনার (ট্রাম্প) সমর্থনের জন্য।"

যদিও ওপেনএআই এবং সফটব্যাংক এখনও লাভজনক অবস্থায় পৌঁছায়নি, তবুও তারা স্টারগেট প্রকল্পে ১০০ বিলিয়ন ডলারের প্রাথমিক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় এআই প্রকল্পের পথে যুক্তরাষ্ট্র!
স্টারগেট প্রকল্প এআই প্রযুক্তির ভবিষ্যৎকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তবে, এলন মাস্ক এবং স্যাম অল্টম্যানের দ্বন্দ্ব এই প্রকল্পে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।

তথ্যসূত্রঃ এনডিটিভি

লিংকঃ https://www.ndtv.com/world-news/stargate-elon-musk-lashes-out-as-donald-trump-backs-sam-altman-for-worlds-largest-ai-project-7537168#pfrom=home-ndtv_topscroll

মারিয়া

×