ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা, যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি এ পদক্ষেপটি নিয়েছেন দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য।
ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে এক হাজার সেনা সদস্য ও ৫০০ নৌ সদস্য মোতায়েন করা হবে। এই সদস্যরা শুধু সীমান্তে অবৈধ প্রবেশ ঠেকানো নয়, বরং বিভিন্ন অন্যান্য নিরাপত্তামূলক কাজেও অংশ নেবেন।
এছাড়া, মেক্সিকো সীমান্তে দুটি সি-১৭ এবং দুটি সি-১৩৭ উড়োজাহাজের পাশাপাশি হেলিকপ্টারও পাঠানো হয়েছে। এর মধ্যে দক্ষিণ সীমান্তে ইতোমধ্যেই জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাতে সামরিক বিমান ব্যবহার করবে। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর পরই তিনি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন।
এবার, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং অভিবাসন নীতি নিয়ে আরও কঠোর পদক্ষেপের প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।
নুসরাত