ছবি: সংগৃহীত
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরই বিশ্ব রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন সমীকরণ।রাশিয়া, চীন ও ইরানের মধ্যে বৈঠকের পরই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পাল্টা বৈঠকে বসেছে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া।
মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে হওয়া রুদ্ধদ্বার এই বৈঠকের নেতৃত্ব দেয় নতুন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাতবো রুবিও, বৈঠকে ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী পেনি অং ও জাপানের পররাষ্ট্র আইওয়া তাকেশি। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম রয়টার্স।
যুক্তরাষ্ট্রসহ এই ৪ দেশের বৈঠকের কয়েক ঘন্টা আগে ভিডিও কনফারেন্সে কথা বলেন শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেড় ঘন্টার বেশি সময় ধরে চলে সেই বৈঠক। বৈঠকের পর চীনের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বাইরের যেকোনো শক্তি মোকাবিলায় দুই দেশের সম্পর্ক আরো জোরদার করা হবে। এর আগে মস্কোর সাথে একটি চুক্তি করে তেহরান।
এদিকে চীন-রাশিয়ার বৈঠক ও মস্কোর সাথে তেহরানের সামরিক চুক্তির যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের বৈঠক ঘিরে বিশ্বরাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চীন, রাশিয়াকে মোকাবিলার জন্য ট্রাম্পের প্রধান অগ্রাধিকারের অংশ হিসেবে এই বৈঠক। যুক্তরাষ্ট্র, ভারত ও অস্ট্রেলিয়া কৌশলগত জোট কোয়ার্ডের সদস্য। বৈঠকের পরই দেশগুলো একটি যৌথ বিবৃতি দেয়। এতে বলা হয়, একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জোরদার করার লক্ষ্যে চারদেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা হয়েছে। এই অবাধ মুক্ত অঞ্চলে আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত ও সুরক্ষিত থাকবে।
এদিকে রয়টার্স বলছে, এই বৈঠকের পর আবারো মিলিত হতে পারে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত থাকতে পারেন।
ভিডিও লিংক: https://youtu.be/S7QSJMLW3dQ?si=q9I23AqvaIY77xxo
নাহিদা