ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

অক্টোবরেই ১৮ হাজার ভারতীয়কে বের করে দিচ্ছে ট্রাম্প!

প্রকাশিত: ০৮:৩৭, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৮:৩৮, ২৩ জানুয়ারি ২০২৫

অক্টোবরেই ১৮ হাজার ভারতীয়কে বের করে দিচ্ছে ট্রাম্প!

ছবিঃ সংগৃহীত

অক্টোবর মাসেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে প্রায় ১৮ হাজার ভারতীয়কে, যারা অবৈধ অভিবাসী হিসেবে সেখানে অবস্থান করছিলেন। মার্কিন প্রশাসনের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

সূত্র মতে, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে সহযোগিতা করছে। ধারণা করা হচ্ছে, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত রাখতে এবং সুবিধা আদায় করতে ভারত এ পদক্ষেপ গ্রহণ করেছে। এ কারণেই এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিতে চাইছে না ভারত।

অক্টোবর মাসে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেওয়া হবে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ভারতীয় অবৈধ অভিবাসীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

মার্কিন অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশই ভারতীয়। বিষয়টি নিয়ে উভয় দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে বলে জানা গেছে।

এমন পদক্ষেপের মাধ্যমে অভিবাসন সমস্যা সমাধানে মার্কিন প্রশাসন আরও কঠোর হতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তথ্যসূত্রঃ https://youtu.be/i5zXm-2Tmq4?si=nNlO3OX11OZ0x9Cv

মারিয়া

×