ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

পুতিনকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প! কি হবে পরবর্তী পদক্ষেপ?

প্রকাশিত: ০৪:২৬, ২৩ জানুয়ারি ২০২৫

পুতিনকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প! কি হবে পরবর্তী পদক্ষেপ?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইন যুদ্ধ অবসানে চুক্তি না করেন, তবে রাশিয়াকে নতুন শুল্ক এবং নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

ট্রাম্প, যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একদিনের মধ্যেই এই হুমকি দেন। স্যোশাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভাল, তবে শীঘ্রই একটি চুক্তি না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

এদিকে, রাশিয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি। তিনি বলেন, ক্রেমলিনের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন যে, যুদ্ধ অবসানের চুক্তিতে ট্রাম্প কী কী শর্ত রাখছেন। এর পরেই রাশিয়া চুক্তির দিকে এগুবে।

পলিয়ানস্কি আরও জানান, যুদ্ধ অবসানের চুক্তি শুধুমাত্র যুদ্ধের সমাপ্তি নয়, বরং ইউক্রেইন সংকটের মূল কারণের দিকে মনোযোগ দেওয়ার বিষয়। তিনি বলেন, “আমাদের দেখতে হবে ট্রাম্পের বিচারবুদ্ধি অনুযায়ী এই চুক্তির মানে কী।”

২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া নিজেদের ভূখন্ডের সঙ্গে যুক্ত করার পর, ২০২২ সালে রাশিয়া ইউক্রেইনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে। ইউক্রেইন সংকট এখনও আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে রয়ে গেছে।

সুত্রঃ হিন্দুস্তান টাইমস নিউজ

রাজু

×