ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

কর্মদক্ষদের জন্য খোলা আমেরিকার দরজা! এইচ-১বি ভিসা বিতর্কে আবারও সরব ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ০৩:৫৭, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৩:৫৮, ২৩ জানুয়ারি ২০২৫

কর্মদক্ষদের জন্য খোলা আমেরিকার দরজা! এইচ-১বি ভিসা বিতর্কে আবারও সরব ডোনাল্ড ট্রাম্প

কর্মদক্ষ এবং প্রতিভাবান মানুষদের জন্য আমেরিকার দরজা খোলা রাখতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক যৌথ সাংবাদিক বৈঠকে মঙ্গলবার ট্রাম্প বলেন, “আমাদের দেশে যোগ্য এবং দক্ষ কর্মীদের স্বাগত জানানো হবে। প্রযুক্তি ও দক্ষতার প্রসার ঘটানোই আমার লক্ষ্য।”

এইচ-১বি ভিসার প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন, “এই ভিসার মাধ্যমেই আমরা বিশ্বের সেরা মেধাবীদের আমেরিকায় আনতে পারি। আমি চাই প্রকৃত কর্মদক্ষ ও মেধাবী মানুষ আমাদের অর্থনীতির বিকাশে অবদান রাখুন।”

ট্রাম্পের এই মন্তব্য এসেছিল ওপেনএআই-এর স্যাম অল্টম্যান, সফ্টব্যাঙ্কের মাসায়োশি সন এবং ওরাকলের ল্যারি এলিসনের সঙ্গে সাক্ষাৎকারের পর। দক্ষ কর্মীর গুরুত্ব এবং অভিবাসন নীতি নিয়ে তাদের আলোচনা ছিল আলোচনার কেন্দ্রে।

ট্রাম্প প্রশাসন ইতিপূর্বে এইচ-১বি ভিসার নীতিতে পরিবর্তন এনে এর নিয়ম আরও কঠোর করেছিল। তবে এখন তিনি দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের জন্য সুযোগ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য নতুন বিতর্কের সূচনা করতে পারে। কারণ ২০২০ সালে তার শাসনামলেই সাময়িকভাবে এইচ-১বি ভিসা স্থগিত করা হয়েছিল। সেই সময় তিনি বিদেশি কর্মী আনার বিরোধিতা করেছিলেন। তবে শপথ নেওয়ার পর তার এই মন্তব্য পরিস্থিতি পাল্টানোর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

আমেরিকায় থাকা ভিসাধারীদের মধ্যে বড় অংশই ভারতীয়। ফলে এই নীতিগত পরিবর্তন ভারতীয় পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন নিয়ম এবং পরিবর্তনের আলোকে অভিবাসন নীতির ভবিষ্যৎ নিয়ে এখন গভীর আলোচনা চলছে।

রাজু

×