ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই এলজিবিটি কিউ অধিকার সংক্রান্ত আইন বাতিল করেছেন। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে কেবল নারী এবং পুরুষ লিঙ্গকেই সরকারিভাবে গ্রহণযোগ্য হিসেবে ধরা হবে।
এর আগে বাইডেন প্রশাসন যে এলজিবিটি কিউ বা লেসবিয়ান, গে, বাইসেক্সচুয়াল ও ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ সুরক্ষা এবং সুবিধা প্রদানকারী আইন চালু করেছিল, তা এখন আর কার্যকর থাকবে না।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এতদিন সমতা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির নামে যে অবৈধ, অনৈতিক এবং বৈষম্যমূলক আইন চালু ছিল, তা বাতিল করা হয়েছে।
নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প লিঙ্গ বৈচিত্র এবং ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য রেখেছিলেন এবং এ ধরনের আইন বাতিলের প্রতি সমর্থন জানিয়েছিলেন। বিশেষত, খেলাধুলায় পরিবর্তিত লিঙ্গের নারীদের অংশগ্রহণের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন।
ট্রাম্প ক্ষমতায় আসার পর নিজের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বাইডেন প্রশাসনের আরো ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেছেন, এর মধ্যে এলজিবিটি কিউ সুরক্ষায় দেশে শিক্ষা ব্যবস্থায় নেয়া পরিবর্তনও রয়েছে।
এর ফলে যুক্তরাষ্ট্রে কেবলমাত্র পুরুষ এবং নারীকেই লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়ার আইন পাশ করা হয়েছে। ফলে, যুক্তরাষ্ট্রের পাসপোর্টে এখন থেকে কেবল পুরুষ অথবা নারী হিসেবে উল্লেখ থাকবে, এর বাইরে কোন বিকল্প থাকবে না।
ভিডিও দেখুন: https://youtu.be/691To0yZKT8?si=mD-Ejps8NdNKLIxC
এম.কে.