ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

এবার যাকাত দেওয়া যাবে ক্রিপ্টোকারেন্সিতে!

প্রকাশিত: ০২:৪৬, ২৩ জানুয়ারি ২০২৫

এবার যাকাত দেওয়া যাবে ক্রিপ্টোকারেন্সিতে!

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম দেশ হিসেবে মালয়েশিয়া যাকাত প্রদানের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের অনুমোদন দিয়েছে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, এ কার্যক্রম ফেডারেল টেরিটরি ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের অধীন যাকাত কালেকশন সেন্টারের মাধ্যমে পরিচালিত হবে।

 

সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক আবদুল হাকিম আমির ওসমান জানিয়েছেন, ডিজিটাল মুদ্রার মাধ্যমে যাকাত প্রদানের এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এ পদ্ধতি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুসলমানদের জন্য যাকাত প্রদান সহজ করবে।

এক বিবৃতিতে জানানো হয়, ফেডারেল টেরিটরিজ ইসলামিক লিগ্যাল কনসালটেটিভ কমিটি ডিজিটাল মুদ্রাকে একটি বাণিজ্যিক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাণিজ্যিক পণ্যের যাকাতের হার নির্ধারণ করা হয়েছে ২.৫%।

 

মালয়েশিয়ার প্রায় ১৬ বিলিয়ন রিঙ্গিত মূল্যমানের ডিজিটাল সম্পদ এখন যাকাতের আওতায় আনা হয়েছে। এই উদ্যোগ তরুণ প্রজন্মকে বিশেষভাবে লক্ষ্য করে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের আগ্রহ বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের অর্ধেকের বেশি বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। ফলে এ উদ্যোগটি তরুণ সমাজকে ধর্মীয় দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

 

বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠলেও এটি যাকাত প্রদানে ব্যবহারের এমন পদক্ষেপ এই প্রথম। মালয়েশিয়ার এ উদ্যোগ নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাবিব

×