ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অভিবাসন নীতিতে কঠোর পরিবর্তন আনতে শুরু করেছেন। এর প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক লাখ ভারতীয় অভিবাসীর ওপর।
যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছে, যা মেক্সিকো ও এল সালভেডরের পর তৃতীয় সর্বোচ্চ। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির আওতায় তাদের অনেকেই দেশে ফিরে আসার ঝুঁকিতে রয়েছেন।
হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ট্রাম্প অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো, জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ এবং মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত নেন। এমনকি সেনাবাহিনী ব্যবহার করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘোষণাও দেন তিনি। এর মধ্যে ভারতীয় অভিবাসীদের পরিস্থিতি নিয়ে মোদি সরকার আগাম ব্যবস্থা নেওয়া শুরু করেছে।
ভারত সরকার ইতোমধ্যেই ১৮ হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে। এদের শনাক্ত করতে এবং ফেরত পাঠানোর জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে দিল্লি।
সরকারের দাবি, বৈধ উপায়ে আরও বেশি ভারতীয় কর্মী যুক্তরাষ্ট্রে পাঠানোর সুযোগ সৃষ্টি করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ভারতীয় পেশাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে এই ভিসার ৭৫ শতাংশ পেয়েছেন ভারতীয়রা। তবে অবৈধ অভিবাসীদের চাপে এই ভিসা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
ভারতকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করলেও ট্রাম্প ব্রিকস দেশগুলোর বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন। এছাড়া, তার শপথ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ না পাওয়া ভারত সরকারের জন্য একটি বড় সংকেত হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এত বিপুল সংখ্যক ভারতীয় অবৈধ অভিবাসী থাকা ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বাড়ানো স্বাভাবিক।
মোদি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে ভারতকে সতর্ক থাকতে হচ্ছে। অভিবাসন নীতির এই পরিবর্তন ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং ভারতীয় কর্মীদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করছে।
সূত্র: https://youtu.be/aXpl2cYz_p8?si=7Yxv6CJUe7m3cfix
এম.কে.