ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পৃথিবীর অষ্টম আশ্চর্য পুতিনের বাঙ্কার!

প্রকাশিত: ২১:০৫, ২২ জানুয়ারি ২০২৫

পৃথিবীর অষ্টম আশ্চর্য পুতিনের বাঙ্কার!

সংগৃহীত ছবি

মস্কোর প্রাসাদের এক হাজার মাইল দূরে অন্য এক প্রাসাদের মধ্যে রয়েছে একটি উচ্চ নিরাপত্তার বাঙ্কার। যা তৈরি করা হয়েছে পুতিনের সুরক্ষা নিশ্চিত করার জন্য। প্রাসাদের ১৫ ইঞ্চি পুরু কংক্রিটের দেয়াল, যেগুলো বিস্ফোরণ প্রতিরোধী। এতে দুটি ভিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে, যা একরকম যুদ্ধকালীন সুরক্ষা। এতে রয়েছে টানেল। প্রাসাদের নিচে পাহাড়ের মধ্যে ১৩০ থেকে ২০০ ফুট দীর্ঘ দুটি গোপন সুরঙ্গ, যাতে কোন দুর্যোগে পুতিন দ্রুত পালাতে পারে। রয়েছে একটি চলমান পথ যা বাঙ্কার থেকে সরাসরি কৃষ্ণ সাগরের সৈকতে নিয়ে যায়। পুতিনকে দ্রুত পালাতে সাহায্য করতে এই সুরঙ্গগুলির মধ্যে একাধিক বায়ু চলাচল ক্যাপ রয়েছে, যা রাসায়নিক আক্রমনের ক্ষেত্রে বাতাস পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে। তাজা পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন লাইন, অগ্নি নির্বাপক ব্যবস্থা সব আছে এতে। এতে আছে বিদ্যুৎ, ইন্টারনেট এবং ফোনের জন্য ব্যবহৃত কেবল সংরক্ষণ করার ব্যবস্থা। যদি কিছু ঘটে তাহলে সবকিছু চালু থাকবে। প্রাসাদে রয়েছে একটি বিশাল অতিথি ঘর, একটি বিশাল গির্জা, একটি লাউঞ্জ। সবই পুতিনের বিলাসিতার জন্য নির্মিত।  

২০১০ সালের শুরুতে একটি রাশিয়ান নির্মাণ সংস্থা পুতিনের প্রাসাদ এবং বাঙ্কার খননের কাজ শুরু করে। দশ বছর ধরে এই কাজ চলেছে। সে সময় নিরাপত্তা নিয়ে পুতিন গভীর উদ্বেগে ছিলেন। বিশেষ করে যখন পশ্চিমের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন। 

২০২২ সালের মার্চ মাসের ঘটনা। দুটি বিমান রাশিয়ার আকাশে অদ্ভুতভাবে উড়ছিল। বিমানগুলো সাধারনত মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও সঁচীর মধ্যে যাতায়াত করত। কিন্তু তখন ইউক্রেনে রাশিয়া আক্রমণের এক মাস পরে বিমান দুটি ভিন্ন রুটে উড়ছিল। একটি ইয়েকাতারিন বার্ড, আর অন্যটি ম্যাগনিটোগোর্কস এ। ইয়েকাতারিন আর ম্যাগনিটোগোর্কস এর মধ্যে এক রহস্যময় পাহাড় ইয়ানমান্তাও। অনেকের ধারণা এখানে এক গোপন বাঙ্কার রয়েছে। কিছু মানুষ বিশ্বাস করে এটি রাশিয়ার রাজনৈতিক আভিজাত্যের জন্য এক ভূ সুরক্ষার স্থান। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েতরা এখানে এই বিশাল বাঙ্কার তৈরি করেছিল। যেখানে রাজনৈতিক নেতা এবং সেনা কর্মকর্তারা পারমাণবিক আক্রমণের সময় আশ্রয় নিতে পারত। 

১৯৯০ এর দশকে মার্কিন গোয়েন্দা উপগ্রহের মাধ্যমে জানা যায় রাশিয়া এই বাঙ্কারে আবার কাজ শুরু করেছে। ৩০ বছর পরেও কেউ বলছেন এখানে নির্মাণ কাজ দ্রুত চলছে। ২০২১ সালে মেজগোরিয়া নামক শহরে ভারী নির্মাণ যান দেখা যায়। 

পুতিনের প্রাসাদ অত্যন্ত গোপন এবং মহামূল্যবান। মূলত এক সুরক্ষিত বাঙ্কার এর অংশ বলে ধারণা করা হয়।
 

JF

×