ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডব্লিউএইচও-র সাথে যুক্তরাষ্ট্রের সর্ম্পক বিচ্ছেদ

যুদ্ধের চেয়ে বড় ঝুঁকিতে বিশ্বকে ফেললেন ট্রাম্প?

প্রকাশিত: ১৯:৪৭, ২২ জানুয়ারি ২০২৫

যুদ্ধের চেয়ে বড় ঝুঁকিতে বিশ্বকে ফেললেন ট্রাম্প?

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ডব্লিউএইচও এর প্রতি অসন্তোষ প্রকাশ করছিল, তাদের অভিযোগ ছিল যে, সংস্থাটি কোভিড-১৯ মহামারীর শুরুর সময় চীনের ভুল তথ্যকে সমর্থন করেছে এবং মহামারী মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

ট্রাম্পের মতে, ‘‘ডব্লিউএইচও চীনকে কোভিডের তথ্য গোপন করতে সহায়তা করেছে, যা বিশ্বজুড়ে মহামারী ছড়িয়ে পড়ার মূল কারণ। যুক্তরাষ্ট্র প্রতিবছর কোটি কোটি ডলার ডব্লিউএইচওতে দেয়, কিন্তু তারা চীনকে সমর্থন করছে, আমাদের নয়। এটি পরিবর্তন করতে হবে।’’

ট্রাম্পের সিদ্ধান্তের পেছনের কারণ:

১. পক্ষপাতের অভিযোগ: ট্রাম্প বারবার অভিযোগ করেছেন যে ডব্লিউএইচও চীনের প্রভাবাধীন।

২. অর্থনৈতিক দৃষ্টিকোণ: ডব্লিউএইচওতে যুক্তরাষ্ট্রের বার্ষিক আর্থিক অবদান প্রায় ৪০০-৫০০ মিলিয়ন ডলার। ট্রাম্পের মতে, এই অর্থ যুক্তরাষ্ট্রের স্বার্থে আরও ভালোভাবে ব্যবহার করা যাবে।

৩. রাজনৈতিক কারণ: নির্বাচনের আগে ট্রাম্পের এই পদক্ষেপ তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এটি তার ভক্তদের জন্য একটি শক্তিশালী বার্তা।

সম্ভাব্য সুবিধা:

১.অর্থনৈতিক: এই অর্থ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা যাবে।

২. স্বাধীনতা: ডব্লিউএইচও থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্র স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নিতে পারবে।

সম্ভাব্য অসুবিধা:

১. আন্তর্জাতিক নেতৃত্বে দুর্বলতা: যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অবস্থান বিশ্বে দুর্বল হতে পারে।

২. ডব্লিউএইচও তে প্রভাব কমে যাওয়া: যুক্তরাষ্ট্রের প্রভাব আন্তর্জাতিক স্বাস্থ্য খাতে কমবে।

৩. বিশ্ব স্বাস্থ্য সহযোগিতায় অভাব: মহামারী মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ট্রম ফ্রিডন বলেন, ‘‘এই সিদ্ধান্ত ডব্লিউএইচও-এর আর্থিক অবস্থা দুর্বল করবে এবং ভবিষ্যৎ মহামারী মোকাবিলায় বৈশ্বিক প্রস্তুতি কমিয়ে দেবে।’’

রাজনৈতিক বিশ্লেষক জেমস গার্ফম্যান মনে করেন, ‘‘এটি ট্রাম্পের ভোটারদের কাছে শক্তিশালী বার্তা, তবে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক সহযোগিতার জন্য ক্ষতিকর হতে পারে।’’

ডব্লিউএইচও মহাপরিচালক ড. ট্রেডস আধানাম গ্যাব্রিয়াসুস মন্তব্য করেন, ‘‘আমরা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে হতাশ, তবে ডব্লিউএইচও বিশ্বজুড়ে স্বাস্থ্য সুরক্ষার কাজ চালিয়ে যাবে।’’

যুক্তরাষ্ট্রের ডব্লিউএইচও থেকে বিচ্ছিন্ন হওয়া একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক সুবিধা এনে দিতে পারে, তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে নেতিবাচক হতে পারে।

মো. মহিউদ্দিন

×