ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গোটা বাংলাদেশ চুরি করে নিতে চান ময়ূখ রঞ্জন!

প্রকাশিত: ১১:৩৭, ২২ জানুয়ারি ২০২৫

গোটা বাংলাদেশ চুরি করে নিতে চান ময়ূখ রঞ্জন!

ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন তার আলোচনার অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক কর্মী তারিকুল ইসলামকে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ময়ূখকে বাংলাদেশ দখলের হুমকি দিতে দেখা যায়।

আলোচনার একপর্যায়ে বাংলাদেশের তারিকুল ইসলাম বলেন, "ময়ূখ, যারা শেখ হাসিনাকে অবৈধভাবে আশ্রয় দিয়েছে এবং ভারত-বাংলাদেশ বিষয়ে ভুয়া সংবাদ ছড়াচ্ছে, তাদের আমি সাবধান করছি।"

তখন ময়ূখ রঞ্জন উত্তেজিত হয়ে তারিকুলকে কথা বলতে না দিয়ে বলেন, "আপনারা কেন ভূট্টা চুরি করতে ভারতে আসেন? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? এটিই কি আপনাদের স্বাধীনতা?"

উত্তেজনা আরো বাড়িয়ে ময়ূখ বলেন, "বাংলাদেশ চুরি করে নেবো একদম।"

তিনি তারিকুলকে উদ্দেশ্য করে বলেন, "আপনারা আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছেন।"

এরপর তারিকুল চিৎকার করে বলেন, "ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলব। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের প্রতিটি জায়গা শ্মশানে পরিণত করব, যদি বাংলাদেশে আর একটি লাশও পড়ে। এসব জায়গাকে ফুটবল খেলার মাঠ বানিয়ে দেব।"

তারিকুল আরো বলেন, "আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন না।"

জবাবে ময়ূখ বলেন, "মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পারছেন না।"

ভিডিও লিংক: https://youtu.be/8JjyRsqbf5E?si=N5GEEfofgViiveh2

নাহিদা

×